আসানসোল-দুর্গাপুর এলাকায় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার কথা ভাবছে রাজ্য। সেই সূত্রেই রাজ্যে পুঁজি ঢালতে আগ্রহী এসার গোষ্ঠী। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি ওই অঞ্চলে বিভিন্ন শিল্প সংস্থাকে গ্যাসের জোগান দিতে আগামী কয়েক বছরে নতুন ভাবে প্রায় ৩,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা হাতে নিয়েছে তারা।
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ন্যূনতম ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র না- গড়লে তা ব্যবসায়িক ভাবে লাভজনক হয় না। পর্যাপ্ত গ্যাস মিললে তার উৎপাদন ক্ষমতা ৩০০ মেগাওয়াট পর্যন্ত হতে পারে। তবে দফতরের দাবি, বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। গ্যাসের জোগান বা দামের উপর তা নির্ভর করছে। বুধবার ইন্ডিয়ান চেম্বারের এক সভায় এসার গোষ্ঠীর কর্তারা জানান, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস জোগান নিয়ে সম্প্রতি তাঁদের সঙ্গে বৈঠক করেছেন দফতরের কর্তারা।
আপাতত ওই এলাকায় ৫০টি কূপ থেকে বাণিজ্যিক ভাবে কোল বেড মিথেন গ্যাস উত্তোলন করে এসার। সেখানে আরও ৫০০ কূপ খননের জন্যই আগামী দিনে ৩,০০০ কোটি টাকা লগ্নি করবে তারা। এসার গোষ্ঠীরই সংস্থা ম্যাটিক্স ফার্টিলাইজার ও অন্য সংস্থাকে ওই গ্যাস সরবরাহ করতে চায় তারা।
উল্লেখ্য, দুষণ এড়াতে শিল্পে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের উপর জোর দিলেও রাজ্যের বাইরে থেকে প্রাকৃতিক গ্যাসের জোগান নিয়ে অনিশ্চয়তা আছে। গেইল বা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের পাইপ-লাইনে গ্যাস সরবরাহ প্রকল্প থমকে রয়েছে। সমস্যা মেটাতে গ্যাস আমদানির কথাও ভাবছে গেইল-সহ বিভিন্ন সংস্থা। কিন্তু সে ক্ষেত্রে বাধা চড়া দাম। |