একটানা দশটি ত্রৈমাসিকে মুনাফা কমল ভারতীর
নিজস্ব প্রতিবেদন |
টানা দশটি ত্রৈমাসিকে মুনাফা কমল ভারতী এয়ারটেলের। এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ৩৭% কমে হয়েছে ৭৬২ কোটি টাকা। সামগ্রিক আয় ১৪% বেড়ে হয়েছে ১৯,৩৫০ কোটি। সংস্থা আফ্রিকার ১৫টি দেশে যে ব্যবসা কিনেছিল, তা এখনও লাভের মুখ দেখতে শুরু করেনি। ভারতেও প্রতিযোগিতার মুখে পড়ে পরিষেবার খরচ অনেকটাই কমাতে বাধ্য হয়েছে এয়ারটেল। আর তারই প্রভাব পড়েছে তাদের মুনাফায়। এই খবরের জেরে বুধবার বিএসই-তে সংস্থার শেয়ার দরও পড়েছে ৬.৬%।
|
মিশর, বাংলাদেশে পা রাখছে ইমামি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বার মিশর ও বাংলাদেশে কারখানা গড়বে ভোগ্যপণ্য নির্মাতা ইমামি। বার্ষিক সাধারণ সভায় এ কথা জানিয়ে তাদের দাবি, ৬-৮ মাসেই মিশরে কারখানা চালুর আশা। প্রাথমিক পর্বে লগ্নি ১২-১৫ কোটি টাকা। এ বছরে বাংলাদেশেও ৭-১০ কোটি লগ্নিতে কারখানা খোলার কথা। গত অর্থবর্ষে সংস্থার মোট ব্যবসা ১৬.৬% বেড়ে হয়েছে ১,৪৫২ কোটি টাকা। কর্ণধার আর এস অগ্রবাল জানান, আয়ের ১৩% এসেছে রফতানি থেকে। নিট মুনাফা ২৫৯ কোটি।
|
বকেয়া বেতনের দাবিতে ফের কাজে যোগ দিলেন না কিংফিশার বিমানসংস্থার কিছু কর্মী। এর জেরে দিল্লি ও মুম্বই থেকে বাতিল করতে হয়েছে তিরিশটিরও বেশি উড়ান। |