এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার মাকসুক আলম এক নার্সিংহোমের মালিককে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। বুধবার সকালে আদালতে তোলা হলে জামিন হয় তাঁর। কালনা শহরের মধুবন এলাকার ঘটনা। ১৬ নম্বর ওয়ার্ডের বড়মিত্রপাড়ার একটি নার্সিংহোমের মালিক তিনি। মঙ্গলবার পুলিশের কাছে লিখিত অভিযোগে বছর কুড়ির ওই তরুণী জানান, তিনি স্বামী বিচ্ছিন্না। এক ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ওই নার্সিংহোমে আয়ার কাজ শুরু করেন। কাজে যোগ দেওয়ার পর থেকেই নার্সিংহামের ওই মালিক তাঁকে অফিসে একা দেখা করতে বলতেন। অভিযোগ, ওই মালিক তাঁকে কুপ্রস্তাব দিতেন। রাজি না হলে টাকা পয়সা ও গয়নার লোভ দেখাতেন। কাউকে কিছু বললে তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ওই ব্যক্তি। লিখিত অভিযোগে ওই তরুণী দাবি করেন, তাঁর উপর যৌন নির্যাতনের চেষ্টা করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি মহিষমর্দিনী পুজোর সময়ে তাঁর প্রতি অশালীন উক্তি করলে তরুণী মাকসুককে বলেন, বিষয়টি তিনি সবাইকে জানিয়ে দেবেন। তার পরেই মাকসুক তাঁকে কাজ থেকে বরখাস্ত করেন। তরুণীর আরও অভিযোগ, তাঁর জন্ম শংসাপত্র জোর করে আটকে রেখেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানার পাশাপাশি কালনা পুরসভাতেও বিষয়টি জানিয়েছেন তিনি। পুরসভার উপ-পুরপ্রধান দেবপ্রসাদ বাগ বলেন, “ওই তরুণীর কাছ থেকে মৌখিক অভিযোগ শুনে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।”
|
‘শিক্ষার অধিকার- ২০০৯’ শীর্ষক একটি আলোচনাচক্রের আয়োজন হয়েছিল কালনা শহরের পুরশ্রী মঞ্চে। সর্বশিক্ষা মিশন ও কালনা পূর্বচক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মঙ্গল ও বুধবারের ওই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন ৪৯টি উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক-শিক্ষিকা। পঠন-পাঠন, ছাত্র ছাত্রীদের সঙ্গে ব্যবহার-সহ নান প্রসঙ্গে আলোচনা হয় ওই শিবিরে। প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন তাপস কারফা, হাফিজুল মোল্লা, অমিত বল্লভ-সহ ৫জন। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ চৌধুরী। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের কাছে স্কুল যাতে ভীতির জায়গা না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের নজর দিতে হবে।” কালনা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায় জানান, এর আগে এই ধরনের সভা পূর্বস্থলী ও মন্তেশ্বরে আয়োজিত হয়েছে। |