লজে গুলিবিদ্ধ হলেন দিল্লির এক লোহা ব্যবসায়ী। মঙ্গলবার রাত ১১টা নাগাদ দুর্গাপুরের বেনাচিতির ঘটনা। কোমরে গুলি লাগায় জখম সৈয়দ রফিক আলম নামে ওই ব্যবসায়ীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়ে অশান্তির জেরেই এই ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ অগস্ট ওই ব্যবসায়ী বেনাচিতির ওই লজে ঘর ভাড়া নেন। বাইরে খুব একটা না বেরোলেও বারবার মোবাইলে তিনি কথা বলতেন বলে লজের কর্মীরা জানান। তাঁর সঙ্গে অনেকে দেখা করতে আসত বলেও জানা গিয়েছে। লজের এক কর্মী জানান, মঙ্গলবার রাত ১১টা নাগাদ মোটর সাইকেলে চড়ে দু’জন তাঁর সঙ্গে দেখা করতে আসে। তারাই পাঁচ রাউন্ড গুলি চালায়। |
চারটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তারপরের গুলিটি লাগে ওই ব্যবসায়ীর কোমরে। তাঁর চিৎকারে লজের কর্মীরা জড়ো হন। কিন্তু তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, জনবহুল বাজারে লজটি হওয়ায় দুষ্কৃতীরা সহজেই পালাতে পেরেছে।
এরপরে পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্তও শুরু হয়। পুলিশ জানিয়েছে, লজের কর্মীরা বিশেষত যে কর্মী ওই ব্যবসায়ীর ঘরে বারবার যেতেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, লুটিয়ে পড়ার আগে মোবাইলে ওই ব্যবসায়ী কাউকে ঘটনার কথা জানান। একজনের নামও বলেন তিনি। পুলিশ নামটি গোপন রেখে তদন্ত চালাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসার ভাগাভাগি সংক্রান্ত কোনও কারণেই এই ঘটনা। পুলিশ জানায়, সৈয়দ রফিক আলম সুস্থ হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর প্রকৃত পরিচয়ও খতিয়ে দেখা হবে। তাছাড়া লুটিয়ে পড়ার আগে মোবাইলে অন্য কাউকে তিনি যে নামটি বলেছিলেন, গুলি চালনার সময় সে উপস্থিত ছিল নাকি সে অন্য কাউকে ‘সুপারি’ দিয়ে কাজটি করিয়েছে তাও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের ধরে ফেলা হবে। |