স্কুলবাড়ির ছাদে দোদমা আর চকোলেট বোমা ফাটিয়ে, কমন রুমে পাখার ব্লেড বাঁকিয়ে দৌরাত্ম্য চালাল একদল ছাত্র। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়াল কল্যাণী ঘোষপাড়ায় সরস্বতী ট্রাস্ট বিদ্যাপীঠে।
স্কুল চলাকালীন ভরদুপুরে স্কুল বাড়ির ছাদে দুম দাম শব্দে বোমা ফাটতে থাকায় ভয়ে সিঁটিয়ে যান ছাত্র-ছাত্রী আর শিক্ষকেরা। আওয়াজ থামতে শিক্ষক ও ছাত্রদের একাংশ ছাদে গিয়ে দেখেন চকোলেট বোমার বাক্স পড়ে আছে ছাদের এক কোনে। ছড়িয়ে ছিটিয়ে আছে দোদোমা আর চকোলেট বোমার অংশ। এদিকে বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে যান কল্যাণী থানার আই সি। খোঁজ খবর শুরু করেন মহকুমাশাসক। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র থাকার সম্ভাবনা আছে। স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুশীল তালুকদার বলেন, “একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের কেউ কেউ এই ঘটনায় জড়িত বলে আমাদের অনুমান। তিনতলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হয়। কমন রুমটাতেও ওদেরই যাওয়ার কথা। তবে কি কারণে ছাত্রদের এ আচরণ তা বুঝতে পারছি না বলেই শনিবার সব অভিভাবকদের ডাকা হয়েছে। আমরা সকলে মিলে আলোচনা করব। তার আগে শুক্রবার পরিচালন কমিটির বৈঠকেও এই বিষয়ে আলোচনা হবে।” স্কুল সূত্রে খবর, পড়াশোনায় চাপ দেওয়া যাবে না, পরীক্ষা সহজ করতে হবে, ছাত্রদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে এই রকম বেশ কিছু দাবি নিয়ে কয়েকজন ছাত্র শিক্ষকদের চাপ দিচ্ছিল। তাদের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।
ঘোষপাড়ায় সতী মায়ের মন্দিরের পাশেই এই স্কুলটি। মূলত স্কুলছুট ও অন্য স্কুলে ভর্তি না হতে পারা ছাত্রদের স্কুল শিক্ষার জন্যই এই স্কুলটি গড়েছিলেন প্রতিষ্ঠাতারা। স্বাভাবিক ভাবেই উঁচু ক্লাসে বেশ কিছু বেশি বয়সের ছাত্রও পড়াশোনা করে এখানে। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “শিক্ষকদের উত্যক্ত করার জন্যই উঁচু ক্লাসের কিছু ছাত্র এই কান্ড ঘটিয়েছে। স্কুল পরিচালন কমিটিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বলেছি।” |