টুকরো খবর
বাইশে শ্রাবণে রবীন্দ্র-স্মরণ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে মঙ্গলবার নানা অনুষ্ঠান হল দুই মেদিনীপুরে। তমলুক শহরের জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন ও জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান, রবীন্দ্ররচনা পাঠ, সঙ্গীত পরিবেশন ছাড়াও এই উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, অধ্যাপক বিদ্যুৎবরণ দে, জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক বিদ্যাধর মুদলি, সহ-গ্রন্থাগারিক মৃণালকান্তি পাল, ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বীতশোক পট্টনায়েক, অধ্যাপক দিলীপ রায়। এদিন দুপুরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মূর্তির সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন জেলা সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন ও জেলা পরিষদের আধিকারিকবৃন্দ। গান ,আবৃত্তি ,আলোচনায় কবিগুরুর স্মরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা পরিষদের কর্মীরা।

কলেজে গণ্ডগোল
কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ উঠল কলেজেরই ছাত্রদের বিরুদ্ধে। মঙ্গলবার হলদিয়ার রানিচক গভর্নমেন্ট স্পনসর্ড কলেজে এই নিয়ে গণ্ডগোল বাধে। ছাত্রীদের অভিযোগ, রাতে বিরক্ত করার জন্য কলেজের বেশ কিছু ছাত্র বহিরাগতদের সঙ্গে মিলে তাঁদের হস্টেলে ঢিল ছোড়ে, কটূক্তি করে। এ দিন কলেজ চত্বরেই দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কয়েকজন ছাত্র উত্যক্ত করলে চটে যান সহপাঠীরা। গণ্ডগোল বাধে কলেজে। অধ্যক্ষ ও হস্টেল সুপারের কাছে অভিযোগ জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ ছাত্রীদের। ছাত্রদের পাল্টা অভিযোগ, দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালীন ছাত্রদের লক্ষ্য করে জানালায় ঢিল ছোড়ে ছাত্রীরাই। এরপর গণ্ডগোল বাধে। কলেজের অধ্যক্ষ শুভেন্দু মাইতি অবশ্য বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন।

নাবালিকার বিয়ে রুখল পঞ্চায়েত
বিয়ের আয়োজন হয়েই গিয়েছিল। কিন্তু পাড়াপড়শি থেকে পঞ্চায়েত কর্তৃপক্ষের হস্তক্ষেপে শেষমেশ রোখা গেল সপ্তম শ্রেণির এক নাবালিকার বিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের অমৃতবেড়িয়ার পঞ্চানন পাত্রের নাবালিকা কন্যার সঙ্গে নন্দকুমারের নীলকুণ্ঠা গ্রামের এক যুবকের বিয়ে স্থির হয়েছিল সোমবার রাতে। পাড়া-পড়শিরা সে কথা জানায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। এরপর পঞ্চায়েত মারফৎ খবর পৌঁছয় মহিষাদলের ব্লক উন্নয়নের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুতকুমার পালইয়ের কাছে। সবাই মিলে মেয়েটির বাড়ির লোকজনদের বোঝান। পঞ্চায়েত সমিতির সদস্য রঘুনাথ পণ্ডা বলেন, “মেয়েটি এখন মামাবাড়িতে আছে। পড়া চালিয়ে যেতে বলেছি। বয়স হলে পঞ্চায়েতই উদ্যোগী হয়ে বিয়ে দেবে” অবশেষে প্রশাসনিক আধিকারিক, পঞ্চায়েতের কথা মেনে নেয় মেয়ের পরিবার।

বৃদ্ধার দেহ উদ্ধার
এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বাড়িতেই। মৃতার নাম দুর্গাবালা করণ (৮৫)। বাড়ি ঘাটাল থানার জয়বাগে। মঙ্গলবার সকালে ঘুম থেকে না-ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন। সাড়া না-পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দুর্গাদেবীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। পারিবারিক সূত্রের জানা গিয়েছে, বছর দুই-তিনেকের মধ্যে অসুখে ভুগে দুর্গাদেবীর মেজো ছেলে ও দু’বছরের এক নাতি মারা গিয়েছেন। ছেলে ও নাতির মৃত্যুশোক ভুলতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন দুর্গাদেবী। পুলিশের অনুমান, সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে পটাশপুরের গাবডাঙর গ্রামে। মৃত রঘুনাথ বাঁকুড়া (৫১) ওই গ্রামেরই বাসিন্দা। মাঠে গিয়ে দা দিয়ে ঘাস কাটার সময় জলসেচের পাম্পের সঙ্গে যুক্ত বিদ্যুতের তার কেটে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.