|
|
|
|
জেলা পরিষদে টাকা নয়ছয়, সরব তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনল তৃণমূল। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ ঠিকাদারকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দিয়ে অর্থ তছরূপ করা হয়েছে। আবার সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের তৈরি দু’টি সংস্থাকে গত ১০ বছরে দেড় কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল নেতা অজিত মাইতির অভিযোগ, “তথ্য জানার অধিকার আইনে যে সামান্য তথ্য পেয়েছি, তাতেই চক্ষু চড়ক গাছ।এক ব্যক্তি প্রভাব খাটিয়ে তাঁর নিজের সংস্থার জন্য দেড় কোটি টাকা নিয়েছে। এর বাইরে আরও কত কোটি টাকা নিয়েছে তা এখনও জানা যায়নি। এ সবের তদন্ত দাবি করছি।”
তৃণমূলের অভিযোগ, সুশান্ত-ঘনিষ্ঠ ঠিকাদার রাম পালকে প্রতি বছরই কয়েক কোটি টাকার কাজ পাইয়ে দেওয়া হত। কাজও হত নিম্নমানের। ফলে এক দেড় বছরের মধ্যেই ৪-৫ কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তা রক্ষণাবেক্ষণ হচ্ছে না, অথচ সেই বাবদ টাকা তুলে নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের মতো পিছিয়ে পড়া জেলায় এমন দুর্নীতি বন্ধের দাবি জানায় তৃণমূল। সিপিএম পরিচালিত জেলা পরিষদ উন্নয়নের ব্যাপারে উদাসীন বলেও অজিতবাবুদের অভিযোগ। তিনি বলেন, “রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলেও এই জেলা পরিষদ এখনও সিপিএমের দখলে। তারা উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ করছে না। সরকারকে হেয় করার চেষ্টা করছে।” জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের অবশ্য বক্তব্য, “আমরা স্বচ্ছতার সঙ্গেই কাজ করছি। কোনও দুর্নীতি হয়নি। পারলে ওঁরা প্রমাণ দিন। উল্টে সরকারই জেলা পরিষদের সঙ্গে অসহযোগিতা করছে।” |
|
|
|
|
|