|
|
|
|
নলকূপ সারানোর দাবিতে সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পানীয় জলের পাম্প মেরামত নিয়ে মঙ্গলবার সকালে গণ্ডগোল বাধল ভগবানপুর থানা এলাকার কলাবেড়িয়া প্রসন্নকুমার হাইস্কুল চত্বরে।
স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে স্কুলের জমিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পানীয় জলের নলকূপ বসায়। সেটি ব্যবহার করতেন গ্রামবাসীরা ও স্কুলের পড়ুয়ারা। নলকূপটি বারবার খারাপ হয়ে যাওয়ায় ও যন্ত্রাংশ চুরি হওয়ায় গত কয়েকমাস ধরে তা অচল হয়ে পড়েছিল। এ দিকে, গত বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের উদ্যোগে ওই স্কুলের জায়গায় একটি সাব মার্সিবল পাম্প ও ছোট জলাধার তৈরি করা হয়। স্কুল কর্তৃপক্ষ ওই পাম্পটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতেন। সম্প্রতি পাম্পটি খারাপ হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তা সারানোর ব্যবস্থা করলে গ্রামবাসীদের একাংশ আগে পরিত্যক্ত নলকূপ সারানোর দাবি জানান।
স্কুল কর্তৃপক্ষ সেই কথায় কান না দিয়ে মঙ্গলবার সকালে মিস্ত্রি আনিয়ে পাম্প মেরামতির কাজ শুরু করে দেন। কাজের তদারকি করছিলেন স্কুলের সম্পাদক সজল দাস ও সভাপতি রবীন্দ্রনাথ দত্ত। সেই সময় স্থানীয় অসীম পাল, পরিমল পাল, পরিতোষ পাল-সহ কয়েকজনের নেতৃত্বে গ্রামের কিছু বাসিন্দা স্কুলে এসে কাজে বাধা দেন বলে অভিযোগ। স্কুলচত্বরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্কুলের প্রধান শিক্ষক উত্তম প্রধান বলেন, “স্থানীয় কয়েকজন দুষ্কৃতী স্কুল চত্বরে এসে মারপিট করে। নলকূপ না সারিয়ে পাম্প সারানোর কারণেই এই হামলা।” সজলবাবু কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত অসীমবাবুর অবশ্য দাবি, “পাম্প থেকে স্কুল কর্তৃপক্ষ জল নিতে দিতেন না। ফলে পানীয় জলের সমস্যা বাড়ছিল। এ দিন আমরা নলকূপ সারাইয়ের দাবিতে স্কুলে গেলে বাইরের লোক ডাকিয়ে আমাদের মারধর করা হয়। থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।” |
|
|
|
|
|