জাতীয় শিবিরে যোগ না দিলেও সুনীল ছেত্রীকে নেহরু কাপের দলে রাখলেন ভারতের নতুন ডাচ কোচ উইম কোভারম্যান্স।
ফেডারশনকে সুনীল চিঠি দিয়ে জানিয়েছেন যে, নেহরু কাপের জন্য তাঁর ক্লাব স্পোটিং লিসবন তাঁকে ছেড়ে দিচ্ছে। তিনি ১২ অগস্ট নবি-মেহতাবদের সঙ্গে শিবিরে যোগ দিতে পারবেন। সুনীলের কাছ থেকে খবর পেয়েই কোভারম্যান্সকে সে কথা জানিয়ে দেয় ফেডারেশন। ফলে তার শিবিরে যোগ দিতে আর বাধা যেমন থাকল না, তেমনই ফেডারেশনের থেকে জানার পরেই তাঁর বাছা ২৭ জনের দলে সুনীলকে জায়গা দিলেম এ দিন কোভারম্যান্স।
কোভারম্যান্স বললেন, “বারো অগস্ট সুনীল শিবিরে যোগ দিলেও তার কাছে পর্যাপ্ত সময় থাকছে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার।” পাশাপাশি সুনীল দলে যোগ দিলে অধিনায়ক করা নিয়ে আর কোনও চিন্তা-ভাবনা করতে হবে না কোভারম্যান্সকে বলে ভারতীয় ফুটবলমহলে খবর। আর যেহেতু এই বছর ফেডারেশনের হীরক জয়ন্তী বছর সুতরাং নেহরু কাপে অধিনায়কত্ব করার সুযোগটা কিছুতেই হারাতে চাইবেন না সুনীল ছেত্রী।
পুরো দল এ রকম:
গোল: সুব্রত, শুভাশীষ ও করণজিৎ।
ডিফেন্স: নির্মল, ডেঞ্জিল, গৌরমাঙ্গি, গুরবিন্দর, রাজু, খেলেম্বা, নবি, মোহনরাজ।
মাঝমাঠ: মেহতাব, রকাস, মিলন, বলদীপ, জুয়েল, ফ্রান্সিস,অলউইন, যান্থনি, গিলবার্ট, সঞ্জু, ক্লিফোর্ড, জোয়াকিম।
ফরওয়ার্ড: রবিন, সুনীল, মননদীপ ও জেজে। |