টুকরো খবর
অভিজিতকেই এক নম্বর বলছেন অতনু
প্রস্তুতি ম্যাচের পর দিন প্রবল জ্বরের জন্য ইস্টবেঙ্গল প্র্যাক্টিসে আসতে পারলেন না কোচ ট্রেভর মর্গ্যান। মঙ্গলবার সহকারী কোচ রঞ্জন চৌধুরিই চিডি-ওপারাদের অনুশীলন করালেন। গোলকিপার কোচ অতনু ভট্টাচার্য ব্যস্ত থাকলেন গোলকিপার অভিজিৎ মণ্ডলকে নিয়ে। তাঁর কনুইয়ের চোট পুরোপুরি সারেনি। অতনু বলছেন, “আমার ধারণা ওর চোট আগামী ১০-১২ দিনে সেরে যাবে। ওই আমার এক নম্বর গোলকিপার। ওকে তাড়াতাড়ি সুস্থ করাই আমার প্রধান লক্ষ্য।” মোহনবাগান মঙ্গলবার সকালটা জিমে কাটালেও অনুশীলন করল বিকেলে। এ দিকে কলকাত লিগে বড় ক্লাব প্রথম নামতে পারে ১৭ অগস্ট। আপাতত ঠিক হয়েছে ১৪ অগস্ট শুরু হবে প্রিমিয়ার লিগের খেলা।

নির্যাতন নিয়ে সাক্ষ্য পিঙ্কির
পুলিশি হেফাজতে তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে রাজ্য মানবাধিকার কমিশনকে জানালেন জাতীয় স্তরের অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক। মঙ্গলবার তাঁর সাক্ষ্য নেয় কমিশন। এর আগেই পিঙ্কির ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। সেই রিপোর্ট পেয়ে কমিশন পিঙ্কিকে ডেকে পাঠায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়-সহ তিন সদস্যের বেঞ্চ। সম্প্রতি পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণা-সহ বিভিন্ন অভিযোগ আনেন বাগুইআটির এক মহিলা। তার পরে ওই অ্যাথলিটকে গ্রেফতার করা হয়। পুলিশি হাজতে থাকাকালীন পিঙ্কির উপরে অত্যাচারের অভিযোগ ওঠে।

প্রতিবন্ধী সাঁতারুদের সাফল্য
বেঙ্গল প্যারা অলিম্পিক সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত ১১ তম অল বেঙ্গল সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সাফল্যের মুখ দেখলেন জেলার প্রতিযোগীরা। গত ৫ অগস্ট হাওড়ার বালি সুইমিং ক্লাবে ওই প্রতিযোগিতা হয়। রাজ্যের ২০০ জন প্রতিযোগী সেখানে যোগ দিয়েছিলেন। প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত প্রতিযোগিতায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করেন ১৪ জন। সিনিয়র গ্রুপের বিভিন্ন ইভেন্টের দু’টি বিভাগে প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছেন নসহাটি থানা এলাকার সুপর্ণা মাল ও অর্চনা হেমব্রম। বোলপুর থানা এলাকার শিবু দাস ও নানুর এলাকার নাদির শেখও অন্য আরও একটি বিভাগে প্রথম হয়ে স্বর্ণ পদক পেয়েছেন। দু’টি বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জয় করেছেন নলহাটি এলাকার বিবিয়ানা টুডু। অন্য দিকে, জুনিয়র গ্রুপের দু’টি বিভাগে প্রথম হয়ে নলহাটি এলাকার আকাল চৌধুরী স্বর্ণ, একটি বিভাগে দ্বিতীয় হয়ে ময়ূরেশ্বর এলাকার দিল মহম্মদ এবং রামপুরহাট এলাকার টিটাস রাণা ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অবাক করা বিষয় হচ্ছে, জেলার ওই প্রতিযোগীদের প্রশিক্ষণ নিতে হয়েছে নলহাটির একটি পুকুরে। প্রশিক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থার অভাব তাঁদের দমাতে পারেনি। ওই সাঁতারুদের প্রশিক্ষক তথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা সম্পাদক শেখ বদরুদোজা বলেন, “প্রতিযোগীদের সকলেই অত্যন্ত দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছেন। প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁরা এর আগেও নানা স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা চেন্নাইয়ে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.