|
|
|
|
ফের টেন্ডার বাতিল চন্দ্রকোনা পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বিতর্ক তৈরি হওয়ায় শেষমেশ ‘বেসিক মিনিমাম সার্ভিস’ প্রকল্পের টেন্ডার বাতিল করল তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভা। গত সোমবার বোর্ড মিটিং ডেকে টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নেন পুর-কর্তৃপক্ষ। চেয়ারম্যান রাম কামিল্যা বলেন, “ওই টেন্ডারটি বাতিল করা হয়েছে। এর বেশি কিছু বলব না।” পুরসভার ভাইস চেয়ারম্যান রনজিৎ ভাণ্ডারীর বক্তব্য, “যাতে দ্রুত ফের টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওই প্রকল্পের কাজ শুরু করা যায়, তার চেষ্টা শুরু হচ্ছে।” চন্দ্রকোনা ২-এর বিডিও সৈকত হাজরা বলেন, “পুরসভা থেকে লিখিত ভাবে টেন্ডার বাতিলের অর্ডার পেয়েছি।” কিছুদিন আগেই জলপ্রকল্পের টেন্ডার নিয়ে জটিলতা তৈরি হয়েছিল চন্দ্রকোনায়। সেই টেন্ডারও বাতিল হয়। চন্দ্রকোনা পুর-এলাকায় কাঁচা নর্দমা পাকা করতে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, যথাযথ ভাবে টেন্ডারের বিজ্ঞপ্তি জারি হয়নি। গোপনে আবেদন জানানোর তারিখ জেনে পুরসভায় এসে কারও দেখাও পাননি ঠিকাদার সংস্থার লোকজন। বিডিও ও মহকুমাশাসককে লিখিত অভিযোগ জানায় ঠিকাদার সংগঠন। তবে মহকুমাশাসকের হস্তক্ষেপেও কাজ হয়নি বলে অভিযোগ। প্রশাসন তদন্ত শুরু করে। মহকুমাশাসক পুর-কর্তৃপক্ষকে ভর্ৎসনাও করেন। তৃণমূল সূত্রের খবর, বারবার ওই পুরসভায় টেন্ডার নিয়ে জটিলতা এবং নানা দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ জেলা নেতৃত্ব। দলীয় ভাবেও টেন্ডার বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “কিছু লোকের নাম পেয়েছি। আরও তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলেই দল থেকে বহিষ্কার করা হবে।” টেন্ডার নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ চন্দ্রকোনার পুর-নাগরিকরাও। |
|
|
|
|
|