তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা |
রবীন্দ্র স্মরণে নানা অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মঙ্গলবার ছিল ২২শে শ্রাবণ, বিশ্বকবির প্রয়াণ দিবস। রবীন্দ্র-স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেলা জুড়ে। বেলদায় রবীন্দ্র-মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে পুর্ণাবয়ব রবীন্দ্র-মূর্তি স্থাপন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সকাল থেকেই বেলদা-কেশিয়াড়ি মোড় জেলা পরিষদ মার্কেটের সামনে শুরু হয় অনুষ্ঠান। বিকেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য, অনুত্তম ভট্টাচার্য, সাহিত্যিক অনিল ঘড়াই, নলিনী বেরা প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা ও প্রদীপ মাইতিকে ‘রবীন্দ্র সম্মান’ প্রদান করা হয়। |
|
|
মেদিনীপুর শহরের পঞ্চুরচকে |
বেলদায় নতুন মূর্তি |
|
খড়্গপুর, শালবনি, মেদিনীপুরেও নানা অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন সংস্থার উদ্যোগে স্মারণ করা হয়েছে কবিগুরুকে। ‘ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়ন’ জেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রণব বন্দ্যোপাধ্যায়, প্রবীর সাহু, রাজেশ নায়েক প্রমুখ। মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রীরা খোলা আকাশের নীচে অনুষ্ঠান করে। খড়্গপুরের জফলা আদর্শ প্রাথমিক বিদ্যায়তনেও নাচ, গান, আবৃত্তি ও অঙ্কনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। |
|
|
মেদিনীপুরে জেলা পরিষদ ভবনে |
মিশন গার্লস স্কুলে |
|
খড়্গপুর ২ ব্লকের তেলিপুকুর হাইস্কুলে এ দিন মেডিক্যাল ক্যাম্প হয়। প্রায় দু’শো ছাত্রছাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক চন্ডীচরণ ত্রিপাঠি বলেন, “এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।” জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শালবনি থানার মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেও ২২শে শ্রাবণের অনুষ্ঠান হয়। আদিবাসী নৃত্য, ঝুমুর গান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মানসী মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, সভাপতি সত্যপ্রিয় বিশ্বাস প্রমুখ। |
২২ শে শ্রাবণে ছবিগুলি তুলেছেন কিংশুক আইচ, রামপ্রসাদ সাউ এবং সৌমেশ্বর মণ্ডল। |
|