টুকরো খবর |
আইটিআই পাঠক্রম শুরু ভট্টর কলেজে
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
আইটিআই পাঠক্রমের অনুমোদন পেল দাঁতন ভট্টর কলেজ। কলেজের অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র ও পরিচালন সমিতির সভাপতি বিক্রম প্রধান জানান, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং সম্প্রতি এই অনুমোদন দিয়েছে। ‘দাঁতন ভট্টর কলেজ প্রাইভেট আইটিআই’ নামের প্রতিষ্ঠানে চলতি বছর থেকেই ক্লাস শুরু হবে। পাঠদান ও প্রশিক্ষণের ব্যবস্থা কলেজের পরিচালনায় হলেও পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হবে এনসিভিটি-র নিয়মমতো। ফিটার ও ইলেকট্রিশিয়ান এই দুটি বিষয়ে দু’বছরের কোর্সে ৪২ জন করে মোট ৮৪ জনকে এ বছর ভর্তি করা নেওয়া হবে। ১০-১৭ অগস্ট কলেজ থেকেই ভর্তির ফর্ম পাবেন মাধ্যমিক উত্তীর্ণরা। চলতি বছরে কলেজে নিজস্ব ছাত্রাবাসে পড়ুয়াদের রাখার বন্দোবস্ত না করা গেলেও ঘর ভাড়া নিয়ে ছাত্রাবাসের ব্যবস্থা করায় উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ।
|
বেতন মেলেনি, বিক্ষোভ ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাসের ৭ তারিখেও বেতন না মেলায় ব্যাঙ্কে গিয়ে বিক্ষোভ দেখালেন সবং ব্লক প্রাণিসম্পদ দফতরের কর্মীরা। কর্মীদের অভিযোগ, সরকারি নিয়ম মতোই ১ তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেবরা শাখায় চেক জমা পড়ে গিয়েছে কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে টাকা পাওয়া যাচ্ছিল না। ব্যাঙ্ক কর্তৃপক্ষও সদুত্তর দিতে পারছিলেন না। মঙ্গলবার ওই অফিসের কর্মীরা ব্যাঙ্কে গিয়ে বিক্ষোভ দেখান। ব্যাঙ্ক কর্তৃপক্ষের টনক নড়ে। তড়িঘড়ি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)-এর নেতা কৃষ্ণপ্রসাদ দাস। সংগঠনের জেলা সম্পাদক সুনীল কর বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষ অকারণ দেরি করছিলেন। বাধ্য হয়েই কর্মীদের আন্দোলনে যেতে হয়। আন্দোলেনর খবর পেয়েই কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। এ দিনই বেতন পেয়ে গিয়েছেন কর্মীরা।”
|
স্কুলের নতুন ভবন |
খড়্গপুর আইআইটিতে আইআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। দেবযানী চট্টোপাধ্যায়ের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের ছাত্রীদের সরস্বতী বন্দনার মাধ্যমে। সঙ্গীত, নৃত্যে ও যোগ দেয় ছাত্রীরা। স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ কর। ছিলেন দেবাশিস নায়ক, দীপকরঞ্জন মাল, সীমা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পি নিরোজা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৯৬৮ সালে গঠিত বিদ্যালয়টি এতদিন আইআইটি ক্যাম্পাসে ভাড়া বাড়িতে চলছিল। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা ৩১৩০ জন। নতুন ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ৭ কোটি টাকা।
|
নতুন শাখা |
রবিবার খড়্গপুর শহরের সাউথ সাইডে এক সভার মাধ্যমে গঠিত হল সেন্ট জন অ্যাম্বুল্যান্স-এর খড়্গপুর মহকুমা শাখা। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী, খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য, শহরের পুরপ্রধান জহরলাল পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন অমিত গুপ্ত। সভায় মহকুমাশাসককে সভাপতি ও অসীম নাথকে কমান্ডার করে ১৯ জনের কমিটি গঠন করা হয়। |
|