টুকরো খবর
গণধর্ষণ, তিন জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ছবি: তাপস ঘোষ।
গণধর্ষণের দায়ে তিন যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল। মঙ্গলবার চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্যামলকুমার বিশ্বাসের এজলাসে তোলা হয় তিন জনকে। প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি। সরকারি আইনজীবী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় জানান, নাবালিকাকে গণধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রমাণ হওয়ায় এই সাজা শুনিয়েছেন বিচারক।” পুলিশ জানায়, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি রাতে। গুড়াপের সাটিদহ গ্রামের বছর ষোলোর এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে বামুনজোলার সর্ষেখেতে হাত-পা-মুখ বেঁধে ধর্ষণ করে তাপস মানি, খোকন মাল ও সোমনাথ দাস। তারপর রাতের অন্ধকারে নির্জন ওই জায়গায় সংজ্ঞাহীন অবস্থায় কিশোরীকে ফেলে রেখে পালায়। বাড়ির লোক পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুড়াপ থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ৪ অগস্ট তিন জনকে এই মামলায় দোষী সাব্যস্ত হয়।

‘ধর্ষণের চেষ্টা’, গ্রেফতার এক
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাওড়ার এক দোকানমালিক গ্রেফতার হল। সোমবার, বামনগাছির বি রোড থেকে। ধৃতের নাম মানিক সাহা (৪৮)। পুলিশ জানায়, ৪ অগস্ট দুপুরে ওই ছাত্রী মানিকের দোকানে যায়। ছাত্রীর পরিবারের অভিযোগ, মানিক তাকে দোকানে বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। ওই মেয়েটিকে দোকানে ঢুকতে দেখেন স্থানীয় এক জন। দোকান বন্ধ হলেও মেয়েটি না বেরোনোয় তাঁর সন্দেহ হয়। তিনি মালিকের নাম ধরে ডাকতেই মেয়েটি বেরিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করে। পরে ওই ব্যক্তি ঘটনাটি মেয়েটির পরিজনদের জানান। পুলিশ জানায়, মেয়েটি প্রথমে কিছু না বললেও রাতে বাবা-মাকে জানায়। তাঁরা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে মানিক পালালেও সোমবার তাকে ধরা হয়। এ দিকে, সোনারপুরে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে একটি কোচিং সেন্টারের এক জন শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক পলাতক।

রবীন্দ্র-স্মরণ
ছবি: মোহন দাস।
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয় খানাকুলের প্রত্যন্ত গ্রাম কণকপুর প্রাথমিক বিদ্যালয়ে। কণকপুর স্কুল এবং রুরাল লাইব্রেরির সহযোগিতায় বৃক্ষরোপণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পূর্ব কৃষ্ণপুরে বিধানচন্দ্র স্পোর্টিং ক্লাবের উদ্যোগেও অনুষ্ঠান হয়। রবীন্দ্রগ্রামীণ পাঠাগারের উদ্বোধন হয়।

দু’টি বাসের ধাক্কায় জখম ৩৫
দু’টি বাসের সংঘর্ষে জখম হলেন দুই চালক-সহ ৩৫ জন। মঙ্গলবার দুপুরে চণ্ডীতলার অহল্যাবাই রোডে কৃষ্ণরামপুর বাজারের কাছে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে তিন জনকে পাঠানো হয় কলকাতায়। বাকিদের চণ্ডীতলা হাসপাতালে এবং বাকিদের উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, আরামবাগ থেকে কলকাতা যাওয়ার সময়ে একটি সরকারি বাসের সঙ্গে বনহুগলি-চাপাডাঙা রুটের বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে এ দিন ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

ধর্ষণে কারাদণ্ড
নাবালিকাকে গণধর্ষণের দায়ে তিন যুবকের ১০ বছরের কারাদণ্ড হল। ২০১১ সালে গুড়াপের এক কিশোরীকে ধর্ষণ করে তাপস মানি, খোকন মাল ও সোমনাথ দাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.