নানা অনুষ্ঠানে পালিত রবি-প্রয়াণ দিবস |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় মঙ্গলবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসিরহাট পুরসভার প্রধান কৃষ্ণা মজুমদার এবং অন্য কাউন্সিলরেরা রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ড তৃণমূলের পরিচালনায় এ দিন নাচ-গান-কবিতায় কবিগুরুকে স্মরণ করা হয়। টাকি পুরমঞ্চে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নানা অনুষ্ঠানে কবিগুরুকে স্মরণ করা হয়। নৃত্য-কবিতা-গান-গীতিআলেখ্য পরিবেশন করেন শিল্পীরা। উপস্থিত ছিলেন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, বিডিও শ্যামলাল হালদার, উপ-পুরপ্রধান মৃত্যুঞ্জয় ঋষিদাস, অজয় মুখোপাধ্যায়, মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক অনুপকুমার গায়েন প্রমুখ। |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় মঙ্গলবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসিরহাট পুরসভার প্রধান কৃষ্ণা মজুমদার এবং অন্য কাউন্সিলরেরা রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ড তৃণমূলের পরিচালনায় এ দিন নাচ-গান-কবিতায় কবিগুরুকে স্মরণ করা হয়। টাকি পুরমঞ্চে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নানা অনুষ্ঠানে কবিগুরুকে স্মরণ করা হয়। নৃত্য-কবিতা-গান-গীতিআলেখ্য পরিবেশন করেন শিল্পীরা। উপস্থিত ছিলেন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, বিডিও শ্যামলাল হালদার, উপ-পুরপ্রধান মৃত্যুঞ্জয় ঋষিদাস, অজয় মুখোপাধ্যায়, মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক অনুপকুমার গায়েন প্রমুখ। |