পদত্যাগ করেও নিজেকে বাঁচাতে পারলেন না হরিয়ানার প্রাক্তন প্রতিমন্ত্রী। বিমান সংস্থা এমডিএলআর এয়ারলাইন্সের প্রাক্তন কর্মী গীতিকা শর্মার (২৩) আত্মহত্যায় অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোপাল কাণ্ডাকে কাল জেরা করার নোটিস পাঠাল দিল্লি পুলিশ। কাণ্ডার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারেনি বলে প্রথমে জানায় পুলিশ। পরে তারা জানায়, কাণ্ডার বিরুদ্ধে শাসানি ও ভয় দেখানোর নতুন অভিযোগ উঠেছে।
গীতিকা দু’পাতার সুইসাইড নোট আজ সেই নোট সংবাদমাধ্যমের কাছে পৌঁছেছে। তাতে লেখা, ‘গোপাল কাণ্ডা ও অরুণা চাড্ডাকে বিশ্বাস করে ঠকতে হল। নিজেদের সুবিধার জন্য ওরা আমায় ব্যবহার করেছে।’ এই নোটের ভিত্তিতেই কাণ্ডার বিরুদ্ধে গীতিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এ বার সঙ্গে যোগ করা হল ৫০৬ ধারা (শাসানি, ভয় দেখানো)। উত্তর-পশ্চিম দিল্লির ডিসি জানান, অন্যতম অভিযুক্ত এমডিএলআর এয়ারলাইন্সের অফিসার অরুণা চাড্ডা এবং গীতিকার সহকর্মী অঙ্কিত অহলুওয়ালিয়াকে নোটিস পাঠানো হয়েছে। তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে গীতিকার পরিবার আজ কাণ্ডাকে গ্রেফতারেরও দাবি তোলে। গীতিকার ভাই অঙ্কিত বলেছেন, “রবিবার রাতে দিদি ফোন করেছিল। বলল, কাণ্ডা আর চাড্ডা মাথা খারাপ করে দিচ্ছে।”
অঙ্কিতের অভিযোগ, গীতিকাকে একটি বন্ডে সই করতে বলেন কাণ্ডা। তাতে বলা হয়, গীতিকার এমবিএ পড়ার খরচের বিনিময়ে তাঁকে বিনা বেতনে ওই এয়ারলাইন্সে কাজ করতে হবে। বন্ডে সই করতে চাননি গীতিকা। অঙ্কিতের দাবি, কাণ্ডা-চাড্ডা সে জন্য চাপ দিচ্ছিলেন গীতিকাকে।
গীতিকার মতো অন্য একটা ঘটনা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী চন্দ্রমোহন বালি ওরফে চাঁদ মহম্মদের প্রাক্তন স্ত্রী অরুন্ধতী ওরফে ফিজার মৃত্যুর ময়না-তদন্ত রিপোর্টে কিছু স্পষ্ট হয়নি। দেহে আঘাতের চিহ্নও মেলেনি। |