বিদ্যুৎ সংস্থাকে কয়লা জোগানোর ব্যাপারে কথার খেলাপ হলে ৪০% পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কোল ইন্ডিয়া।
এর অর্থ, যতটা জ্বালানি তারা দিতে পারবে না, তার মূল্যের ৪০% ক্ষতিপূবণ বাবদ মেটাতে হবে। আজ পরিচালন পর্ষদের বৈঠকে এ ব্যাপারে রাজি হয়েছে কোল ইন্ডিয়া। সংস্থার চেয়ারম্যান এস নরসিংহ রাও বিষয়টি স্পষ্ট করে জানান, “চুক্তি মফিক যতটা কয়লা সরবরাহ করার কথা, তার ৫০ শতাংশেরও কম দিলে ক্ষতিপূরণ হবে ৪০%।” চুক্তি মাফিক কয়লা দিতে না পারলেও সরবরাহ কিছুটা বেশি হলে ক্ষতিপূরণের মাত্রা কমবে।
প্রসঙ্গত, কমপক্ষে ৮০% বা তার বেশি কয়লা সরবরাহের ব্যাপারে আগেই বিভিন্ন বিদ্যুৎ সংস্থার কাছে অঙ্গীকার করেছে কোল ইন্ডিয়া। তার চেয়ে কম দিলে ক্ষতিপূরণ কত হবে, তা নিয়েই দু’পক্ষের বিরোধ বাধে। |
এনটিপিসি-র নেতৃত্বে বিদ্যুৎ সংস্থাগুলি যৎসামান্য ক্ষতিপূরণের প্রস্তাব নিয়ে আপত্তিও তোলে। ওই প্রস্তাবে মাত্র ০.০১% ক্ষতিপূরণের কথা বলা হয়। তা-ও তিন বছর জোগানে ঘাটতির পর। এই পরিপ্রেক্ষিতে কোল ইন্ডিয়ার সঙ্গে জ্বালানি ক্রয় চুক্তি করতেই বেঁকে বসেছিল বেশ কিছু বিদ্যুৎ সংস্থা। এখন আর এ ধরনের চুক্তি করার ব্যাপারে বাধা রইল না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এ পর্যন্ত ২৯টি বিদ্যুৎ সংস্থা কোল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে। ৬৫% নিজস্ব উৎপাদন থেকে, বাকি ১৫% আমদানি করে মেটাবে সংস্থা। |