আলুয়াবাড়ি স্টেশনে দূরপাল্লার পর্যাপ্ত ট্রেন না-দাঁড়ানোয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দাদের ভোগান্তি চরমে। কাজ সেরে ট্রেনে বাড়িতে ফেরার জন্য তাঁদের নামতে হচ্ছে বিহারে। স্টেশনের নাম নিয়েও বিভ্রান্তিতে পড়তে হচ্ছে বাইরের যাত্রীদের। দাবি উঠেছে আলুয়াবাড়ি স্টেশনের নাম পাল্টে ইসলামপুর টাউন স্টেশন করার। দূরপাল্লার ট্রেনের স্টপ বাড়ানো এবং স্টেশনের নাম পরিবর্তনের দাবি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী আবদুল করিম চৌধুরী। তিনি বলেন, “বাইরের যাত্রীরা আলুয়াবাড়িতে নেমে বুঝতে পারেন না ইসলামপুরে পৌঁছেছেন। বিভ্রান্তি কাটাতে স্টেশনের নাম পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। এ ছাড়াও নয়টি ট্রেন স্টপের দাবিও জানিয়েছি।” ইসলামপুর শহরের কেন্দ্রস্থলে স্টেশন। কিন্তু নাম ইসলামপুর টাউন স্টেশন নয়। আলুয়াবাড়ি স্টেশন। ওই নাম দেখে বাইরের যাত্রীরা বুঝতে পারেন না ঠিক কোথায় পৌছলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমনও ঘটনা ঘটছে আলুয়াবাড়িতে পৌছে অনেকে ইসলামপুরের যাওয়ার গাড়ির খোঁজ করছেন। স্টেশনের নাম দেখে বোঝার উপায় নেই এটাই ইসলামপুর। কী করবেন। ওই দুর্ভোগ এড়াতে বাসিন্দারা স্টেশনের নাম পাল্টে ইসলামপুর টাউন স্টেশন করার দাবি তুলেছেন। বাসিন্দাদের ওই দাবির সঙ্গে একমত স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী আবদুল করিম চৌধুরী। তিনিও মনে করেন স্টেশনের নাম পরিবর্তন করা জরুরি। কিন্তু ওই দাবি রেলমন্ত্রীকে জানালেও কবে তা মিটবে সেই বিষয়ে বিধায়ক নিশ্চিত নন। মন্ত্রীর কথায়, “ রেলমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। দেখা যাক কী হয়।” আলুয়াবাড়ি স্টেশনে কলকাতা ও দিল্লিগামী ছয়টি ট্রেন দাঁড়ায়। বাসিন্দাদের দাবি, উন্নত রেল পরিষেবার জন্য আরও কয়েকটি ট্রেন স্টপেজ প্রয়োজন। তাঁরা জানান, আলুয়াবাড়ি স্টেশনের উপর নির্ভরশীল উত্তর দিনাজপুর জেলার বিরাট অংশের মানুষ। ওই স্টেশনে দূর পাল্লার পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় ৩৫ কিলোমিটার দূরে বিহারের কিসানগঞ্জ স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। ইসলামপুরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর অগ্রবাল বলেন, ট্রেনের সমস্যার জন্য অতিরিক্ত খরচ করে বিহারের কিশানগঞ্জ বা এনজিপি থেকে ট্রেন ধরতে হচ্ছে। এ ছাড়াও স্টেশনের নাম আলুয়াবাড়ি হওয়ায় তেমন গুরুত্ব পাচ্ছে না। তাই অবিলম্বে ট্রেন স্টপের সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে।” একই দাবি করেছেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল। কিন্তু দুটি দাবি আজকের নতুন নয়। দীর্ঘদিন থেকে তা সামনে রেখে বাসিন্দারা আন্দোলন করছেন। বিধায়ক নিজে ওই আন্দোলনে সামিল হয়ে এক সপ্তাহ জেল খেটেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আলুয়াবাড়ি স্টেশনে এখন দিনে প্রায় ৩০ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে। দূরপাল্লার ট্রেন সংখ্যা বাড়লে টিকিট বিক্রি বাড়বে। সেই সঙ্গে বাসিন্দাদের ভোগান্তিও কমবে। |