টুকরো খবর |
খুনের কিনারায় ফরেন্সিক সাহায্য
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পাণ্ডাপাড়ার নিঃসঙ্গ বৃদ্ধা কল্পনা ভট্টাচার্য হত্যা রহস্যের কিনারা করতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার জলপাইগুড়ির আঞ্চলিক ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরা নিহত কল্পনা দেবীর বাড়িতে যান। ঘটনাস্থল পরীক্ষা করে দেওয়ালের গায়ে লেগে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেন তাঁরা। যে ঘরে কল্পনা দেবী খুন হয়েছেন সেটির দরজা ভেতর থেকে খোলা ছিল বলে বিশেষজ্ঞদের অনুমান। ওই দরজা দিয়েই এক বা একাধিক আততায়ী ভেতরে ঢুকে বলে পুলিশের সন্দেহ। কিন্তু, কে বা কারা, কী কারণে খুন করেছে সেই বিষয়ে স্পষ্ট করে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের মামলার কিনারা করতে সবরকম চেষ্টা চলছে। রবিবার দুপুরে পাণ্ডাপাড়ার ভাড়াবাড়ির একটি ঘরে ৭৫ বছর বয়স্ক কল্পনা দেবীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বিছানায় তাঁর দেহ পড়েছিল। ছুঁচলো মুখের কোনও অস্ত্র দিয়ে কল্পনা দেবীর গলায় ও মাথায় একাধিক আঘাত করা হয়েছে বলে পুলিশের অনুমান। প্রাথমিক তদন্তে পুলিশ আগে তেকেই আততায়ী ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। সে ক্ষেত্রে আগেভাগে খোঁজখবর করেই হামলা হয় বলে পুলিশের ধারণা। এ দিন কল্পনা দেবীর ঘরে তল্লাশি চালিয়ে একটি জমির দলিল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সেই জমিতে তৈরি বাড়িতে মৃতার পূত্র ও পূত্রবধূ থাকতেন। পূত্রের মৃত্যুর পরে সেই বাড়িতে পূত্র বধূই থাকেন। প্রায় ১৬ বছর আগে কল্পনা দেবীই জমি কিনেছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, সব কিছু খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।
|
বামেদের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ড মাস্টরদের বদলি করা হলে পরিষেবা ব্যহত হবে বলে অভিযোগ তুলেছে বিরোধী বামেরা। সোমবার ওই অভিযোগে পুর কমিশনারকে স্মারকলিপি দেয় তারা। মেয়র এ দিন দফতরে না থাকায় পুর কমিশনারের মাধ্যমে তাঁর কাছেও স্মারকলিপি দেওয়া হয়। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলামের অভিযোগ, ওয়ার্ড মাস্টাররা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় কাজ করছেন। বাসিন্দাদের সঙ্গে তাঁদের চেনা পরিচিতি হয়েছে। কোথায় কী ভাবে পরিষেবা দিতে হবে তা দেখভাল করেন। তাঁদের অন্য ওয়ার্ডে পাঠানো হলে সেখানে চেনা-পরিচিতি হতেই সময় লাগবে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বিষয়টি মেয়র পারিষদদের সঙ্গে আলোচনা করব।” উল্লেখ্য, ওয়ার্ড মাস্টারদের একাংশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে বদলির সিদ্ধান্ত নেন পুর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে কোনও ওয়ার্ডে তাঁরা কাজ করছেন দেখে সকলেরই বদলির সিদ্ধান্ত হয় লটারির মাধ্যমে। গত শনিবার বরোর মাধ্যমে কাউন্সিলরদের কাছে সেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বিরোধীদের বক্তব্য, কোনও ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হোক। তা না করে সমস্ত ক্ষেত্রে এ ভাবে বদলি করা হলে পরিষেবার কাজ বিপর্যস্ত হবে।
|
ফেরাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
গোষ্ঠী সংঘর্ষের জেরে ডুয়ার্সের শামুকতলার মোমিনপাড়া গ্রামে আশ্রিত অসমের শরনার্থীদের ঘরে ফেরাতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলাশাসক ওই বিষয়ে অসম প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। নিম্ন অসমের প্রায় ১ হাজার শরনার্থী মোমিনপাড়ায় আশ্রয় নিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ত্রাণ দিতে গেলে শরণার্থীরা তাঁর কাছে অসমে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আর্জি জানায়। জলপাইগুড়ির জেলা শাসক স্মারকী মহাপাত্র বলেন, “শরণার্থীদের ঘরে ফিরে যাওয়ার বিষয়ে অসমের কোকরাঝাড় ও ধুবুরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলায় আশ্রয় নেওয়া শরণার্থীদের তালিকা অসম প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের সম্মতি পেলে শরণার্থীদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে।”
|
রোহিণীতে ধস
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাস্তায় ধস নেমে বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে দার্জিলিং যাতায়াত। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে কার্শিয়াংয়ের কাছে রোহিণীর রাস্তায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন দিনভর হালকা বৃষ্টি হয় কার্শিয়াংয়ে। সন্ধ্যায় কার্শিয়াং জিরো পয়েন্ট থেকে ১০ মিটার নিচে একটি জায়গায় রাস্তার প্রায় ২০ মিটার অংশ ধসে যায়। বিষয়টি জানাজানি হতে পুলিশ ও প্রশাসের আধিকারিকরা ঘটনাস্থলে যান। শিলিগুড়ি থেকে দার্জিলিংমুখী সমস্ত যানবাহনকে পাঙ্খাবাড়ি ও মিরিকের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কার্শিয়াংয়ের এসডিপিও নিমা নরবু ভুটিয়া বলেন, “রাস্তা ধসে যাওয়ায় যান চলাচলে সমস্ত গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।”
|
দুর্ঘটনা, মৃত ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার পাঁচমাইল এলাকায় একটি পার্কের সামনে। পুলিশ জানায়, মৃতদের নাম, শিরিং শেরপা (২৮) এবং শান্তা শেরপা (২৫)। তাঁদের বাড়ি ভক্তিনগর থানার চমকডাঙ্গি এলাকায়। ওই ঘটনায় কৃষ্ণা গুরুঙ্গ নামে আরও একজন জখম হয়েছেন। তাঁকে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালককেও গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ির কমিশনার আনন্দ কুমার বলেন, “একটি দুর্ঘটনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বাইকে চাপে ওই দম্পতি শালুগাড়া বাজারে যাচ্ছিলেন। পাঁচ মাইল এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় জখম মহিলাকে সেখানে সেনাবাহিনীর ক্যাম্পের জওয়ানরা হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটি সেখান থেকে পালাতে পারেনি। পরে চালককে গ্রেফতার করা হয়। |
|