|
|
|
|
চিত্র সংবাদ |
|
শ্রাবণে প্রস্তুতি শুরু শারদোৎসবের। বালুরঘাটে ছবি তুলেছেন অমিত মোহান্ত।
|
|
পাঙ্গা নদীর পাড় ভাঙায় বিপন্ন জলপাইগুড়ি সদর থানার খড়িয়া পঞ্চায়েতের চয়নপাড়ার বাসিন্দারা। জলপাইগুড়ি
পুরসভার পরিত্যক্ত বর্জ্য ফেলার জায়গার উল্টোদিকে ভাঙন শুরু হয়েছে। বাসিন্দাদের মুখপাত্র সুখদেব সরকার
বলেন, “পঞ্চায়েতে ভাঙন রোধের ব্যবস্থা নিতে বলেছি। তারা কিছুই করছে না। জলপাইগুড়ি সদর ব্লকের
খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রায় বলেন, “ভাঙন প্রতিরোধের জন্যে ব্যবস্থা নেওয়ার
পরিকাঠামো
আমাদের নেই। আমরা জলপাইগুড়ি জেলা পরিষদের কাছে ভাঙন প্রতিরোধের জন্য
ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।” ছবি ও তথ্য: রাজা বন্দ্যোপাধ্যায়।
|
|
ভক্তিনগর থানাকে শিলিগুড়ি কমিশনারেটের আওতায় নেওয়ার বিরোধিতায়
সোমবার রিলে অনশন জলপাইগুড়ি বার আসোসিয়েশনের। ছবি: সন্দীপ পাল। |
|
|
|
|
|