জমি বিবাদ নিয়ে এক বধূকে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শামুকতলা থানার স্কুলডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ওসি প্রবীন প্রধান জানিয়েছেন স্কুলডাঙ্গা গ্রামের সন্ধ্যা দেবনাথ নামে এক বধূ আত্মঘাতী হন। মৃত বধূর ছেলে ওই গ্রামের রণজিৎ দেবনাথ নামে এক শিক্ষক ও তাঁর পরিবার ও আত্মীয়স্বজন সহ সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচিত করবার অভিযোগ ওঠে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সুবল দেবনাথ ও সজল দেবনাথ। বাকিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। মৃত বধূর ছেলে রামপ্রসাদ দেবনাথ তাঁর লিখিত অভিযোগে জানান, চার মাস আগে রণজিৎ দেবনাথের খুড়তুতো ভাই সুবল তাঁদের বসতভিটার একটি অংশ দেড় লক্ষ টাকায় কেনার জন্য ১০ হাজার টাকা বায়না করেন। বায়না নামায় উল্লেখ থাকে একমাসের মধ্যে বাকি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ওই জমির দখল নেবেন।
কিন্ত দুমাস পরেও সেই টাকা না দেওয়ায় চুক্তি বাতিল হয়। রামপ্রসাদবাবু সুবল দেবনাথের কাছে জমি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন এবং বায়নার টাকা ফিরিয়ে দিতে চান। এর পরেই রণজিৎ দেবনাথ, সুবল দেবনাথরা তাঁর উপর জমি বিক্রি করবার জন্য চাপ এবং হুমকি দিতে শুরু করে এবং তাঁর লিজ নেওয়া তিন বিঘা জমি দখল করে বলে অভিযোগ। রামপ্রসাদ বাবু লিখিত অভিযোগে আরও জানিয়েছেন, গত শনিবার তাঁর লিজ নেওয়া জমি চাষ করতে গেলে রণজিৎ দেবনাথরা তাঁকে হেনস্থা করে এবং খুনের হুমকি দেন।
এই ঘটনার পরে শামুকতলা থানায় রণজিৎ দেবনাথ সহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও খুনের হুমকির লিখিত অভিযোগ জমা দেন রামপ্রসাদবাবু। থানায় অভিযোগ জানানোর দিন রাতে অভিযুক্তরা রামপ্রসাদ বাবুর বাড়িতে হামলা চালায়, হুমকি এবং গালিগালাজ করে বলে অভিযোগ। গত রবিবার দিন সকালে রামপ্রসাদবাবুর মা সন্ধ্যাদেবী কীটনাশক পান করে আত্মঘাতী হন। রামপ্রসাদ বাবুর অভিযোগ ওই হুমকি এবং শাসানির কারণে তাঁর মা আতঙ্কগ্রস্ত ও অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামা হয়। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করবার জন্য শামুকতলা থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু। বাইকে চেপে বাড়ি থেকে বাজারে যাবার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার বেলা সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহরের সিনেমা হল পাড়া মোড়ের কাছে ধূপগুড়ি-ফালাকাটা পূর্ত সড়কে। বাইক আরোহীর বিবেকানন্দপাড়ার বাসিন্দা এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রবীর কুমার মিত্র (৫২)। তিনি পেশায় ঠিকাদার। এদিন তিনি বাইক নিয়ে বাজারের উদ্দেশে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বিপুলবাবু মারা যান। ট্রাকটি পুলিশ আটক করেছে। তার চালক পলাতক। মৃতদেহ এদিন জলপাইগুড়িতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। |