টুকরো খবর
গুজবে গাড়ি ভাঙচুর, পুলিশকে মার জনতার
পথ দুর্ঘটনায় এক যুবক জখম হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব রটেছিল এলাকায়। তারই জেরে গাড়িতে ভাঙচুর চালিয়ে তুমুল বিক্ষোভ দেখাল জনতা। পরিস্থিতি সামলাতে এসেহামলার মুখে পড়ল পুলিশও। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কামারদা বাজারে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় নিমাইচাঁদ অধিকারী নামে স্থানীয় কামারদা গ্রামের এক যুবককে একটি গাড়ি ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় ও কোমরে চোট লাগে বছর পঁয়ত্রিশের ওই যুবকের। তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ায় কামারদা এলাকায়। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা তখন ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। চালক অবশ্য আগেই পালিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের গাড়িতে ভাঙচুরও চালান। পরে আরও পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে হঠিয়ে দেয়। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন , “দুর্ঘটনায় আহত যুবক তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছু মানুষ গুজব ছড়ানোয় স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়, পুলিশকে ধাক্কাধাক্কি করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।”

অচলাবস্থা চলছেই হলদিয়া পুরসভায়
অচলাবস্থা চলছেই হলদিয়া পুরসভায়। সোমবারও পুরসভায় গিয়ে তৃণমূলের লোকজনদের বাধায় ফিরে আসতে হল উপপুরপ্রধান নারায়ণ প্রামাণিককে। শনিবার কিছুক্ষণের জন্য এলেও এ দিন আর পুরভবনে আসেননি পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। এ দিকে, পুর-কর্তৃপক্ষের অনুপস্থিতিতে শিকেয় উঠেছে পুরসভার কাজকর্ম। তমলুকে জেলাসদরে গিয়ে বাম কাউন্সিলরেরা নিরাপত্তার দাবি জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের এসপি সুকেশকুমার জৈন বলেন, “লোকাল থানা ও এসডিপিওকে বিষয়টি দেখার জন্য বলেছি।” আর হলদিয়ার এসডিপিও অমিতাভ মাইতি বলেন, “আমাদের এত পুলিশ নেই সবসময় ওখানে দাঁড়িয়ে থাকবে। তবে, ওনারা যদি যাওয়ার সময় জানিয়ে রাখেন, তা হলে সেই সময়টায় পুলিশ থাকবে।” হলদিয়া উন্নয়ন পর্ষদের জমি বেআইনি ভাবে লিজ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই পুরভবনে আসছেন না পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। উন্নয়ন পর্ষদের দায়ের করা ওই এফআইআর খারিজের জন্য হাইকোর্টে আবেদনও জানান তিনি। সেই রায় না হওয়া পর্যন্ত পুরপ্রধানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে গত শুক্রবার জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সেই ভরসাতেই শনিবার দ্বিতীয়ার্ধে ক্ষণিকের জন্য পুরসভায় এসেছিলেন তমালিকাদেবী। এ দিনও পুরসভায় তাঁর আসার কথা ছিল। কিন্তু তৃণমূল কাউন্সিলর ও কর্মী-সমর্থকদের বাধায় উপপুরপ্রধান নারয়ণ প্রামাণিক, পুর-পারিষদ তাপসী মণ্ডল ফিরে যাওয়ায় তিনি আর আসেননি। আজ, মঙ্গলবার এফআইআর খারিজের আবেদনের রায় দেবে হাইকোর্ট। আপাতত সেই রায়ের অপেক্ষায় তমালিকাদেবীরা।

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
ফের এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে পটাশপুর-২ ব্লক এলাকার দাইন্দা গ্রামে। ব্লক ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পটাশপুর-২ ব্লক এলাকার দাইন্দা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল ব্লকেরই বড়কুমারদা গ্রামের এক যুবকের সঙ্গে। সোমবার ছিল বিয়ের দিন। স্থানীয় বাসিন্দাদের কাছে বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনের কর্তারা। পঞ্চায়েত, প্রশাসনের তরফে বিয়ে বন্ধের জন্য দুই পরিবারকে বোঝানো হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ বলেন, “নাবালিকার বিয়ের খবর পেয়ে প্রশাসনকে জানাই। বিয়ে বন্ধের জন্য দুই পরিবারকে বোঝানোর কাজ শুরু হয়।” সোমবার ব্লকের যুগ্ম বিডিও নির্মল মণ্ডল ও পুলিশকর্মীরা যান ওই ছাত্রীর বাড়ি। বিডিও ত্রিদিব সর যান ছেলের বাড়িতে। শেষ পর্যন্ত আইনি সমস্যা বুঝে দুই পরিবারই বিয়ে না-দেওয়ার ব্যাপারে সম্মত হয়। প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতিও দেন তাঁরা।

দেবলীনার জামিন
নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মণ্ডল হত্যা মামলায় জামিন পেলেন দেবলীনা চক্রবর্তী। সোমবার তমলুক জেলা আদালতে এই মামলায় জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। নোনাডাঙা কাণ্ডে গ্রেফতারের পর এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল (৬ মে) দেবলীনাকে। এরপর ৯০ দিন কেটে গেলেও চার্জশিট জমা পড়েনি। সেই কারণেই ওই মামলায় এ দিন জামিন পান দেবলীনা। তবে অন্য মামলায় নাম থাকায় আপাতত জেলবন্দিই থাকতে হবে দেবলীনাকে।

হিরোশিমা দিবস
হিরোশিমা দিবসে মহিলা সমিতির মিছিল।—নিজস্ব চিত্র।
হিরোশিমা দিবস উপলক্ষে সোমবার জেলার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল এসএফআই। দলীয় কর্মী-সমর্থকেরা ব্যাজ পরে প্রতিবাদে সামিল হন। ছাত্রছাত্রীদেরও ব্যাজ পরানো হয়। সংগঠনের জেলা নেতৃত্ব জানিয়েছেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে এই কর্মসূচি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.