কাল সভা বেলপাহাড়িতে, আঁটোসাঁটো নিরাপত্তা
আজ রাতেই জেলায় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পশ্চিম মেদিনীপুরে তৎপরতা তুঙ্গে। উন্নয়নের কাজ কোথায় কতটা হয়েছে, কোন কোন এলাকায় কাজ শুরু করা যায়নিস কেন যায়নি সব তথ্য সংগ্রহ করা হচ্ছে জোর কদমে। যে সব কাজ সামান্য কাজ ছিল, ক’দিন আগেই তা দ্রুত শেষ করার তোড়জোড়ও শুরু করেছিল প্রশাসন। বৈঠকে যে কোনও বিষয় সম্পর্কেই জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। সেই মতোই প্রস্তুত হচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা।
আজ, মঙ্গলবার রাতেই ঝাড়গ্রাম পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ব্যস্ততা। রাস্তা সারাইয়ের কাজ মেদিনীপুর শহরে।
কাল, বুধবার বেলপাহাড়িতে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। অলচিকি শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া থেকে লোধাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া-সহ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে জঙ্গলমহল জুড়ে। ক’দিন ধরেই বিভিন্ন এলাকায় চলছে জোর তল্লাশি। সোমবার ঝাড়গ্রাম জেলা পুলিশের অফিসে উচ্চ পর্যায়ের এক বৈঠকও হয়। ছিলেন পুলিশ ও সিআরপি’র কর্তাব্যক্তিরা। নিরাপত্তা আঁটোসাটো করতে নিয়ে আসা হচ্ছে বেলপাহাড়ি সম্পর্কে অভিজ্ঞতআধিকারিকদের। প্রথমে ঝাড়গ্রামে বৈঠক করে বেলপাহাড়িতে প্রকাশ্য সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা নিশ্ছিদ্র করতে জঙ্গলে তল্লাশির পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে দু’দিকে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ কর্মীদের দায়িত্ব বণ্টন ঝাড়গ্রামে।
জঙ্গলমহলের উন্নয়নে নানা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম তফসিলি জাতি ও উপজাতির মানুষকে ২ টাকা কেজি দরে চাল দেওয়া। এঁদের চিহ্নিত করতে রেশন কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু রেশন কার্ড বিলিতে ঢিলেমির অভিযোগ ওঠে। জঙ্গলমহলের ১১টি ব্লকে মোট জনসংখ্যা ১৬ লক্ষ ৬২ হাজার ৯০৮ জন। এর মধ্যে প্রায় ৫ লক্ষ মানুষ আগেই বিপিএল তালিকাভুক্ত ছিলেন। পরে আরও ৮ লক্ষ ৬৮ হাজার ৩২ জনকে বিপিএল বলে চিহ্নিত করা হয়। কিন্তু এঁদের সকলকে রেশন কার্ড দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সেই কার্ড বিলির কাজও চলছে দ্রুত। খাদ্য দফতর জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত ৭ লক্ষ ৮৬ হাজার ৫৬৩ জনকে রেশন কার্ড দেওয়া হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ১৩ হাজার ৭০ টি কার্ড। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কার্ডগুলিও দ্রুত বন্টনের কাজ চলছে। তবে পুরনো রেশন কার্ড সংগ্রহের কাজ এখনও বাকি। মাত্র ৫ লক্ষ ৬১ হাজার পুরনো রেশন কার্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়েও দ্রুত পদক্ষেপ করা হবে বলে খাদ্য দফতর জানিয়েছে।

“জঙ্গলমহলে এখন আপাত শান্তি। একটা সময় উনি (মুখ্যমন্ত্রী) নিরাপত্তারক্ষী ছাড়া লালগড়-রামগড়ে গিয়েছেন। আর আমাদের পার্টি কর্মীর দেহ নিতেও বাধা পেতে হয়েছে। কেন এমন হয়েছিল, মানুষ জানেন। তখন বামফ্রন্টকে উৎখাত তৃণমূল-মাওবাদী জোট অশান্তি ছড়িয়েছিল। আর এখন কী হচ্ছে? নয়াগ্রামে সেতুর জন্য মাটি পরীক্ষা করতে কত সময় লাগে? যাঁরা অভুক্ত, সরকার এখন তাঁদের তালিকা তৈরি করছে। খাদ্য দেবে কখন? এ ভাবে কী কাজ হয়?”
দীপক সরকার,
সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক।
“মানুষ যা চেয়েছেন, ১৫ মাসে তার থেকেএ বেশি পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠিত হয়েছে জঙ্গলমহলে। উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে। এই পরিবেশকে রক্ষা করতে হবে। সিপিএম অপরাধ করেছে। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় ‘সশস্ত্র’ শিবির গড়ে মানুষের উপর অত্যাচার করেছে। রাজ্যের ক্ষমতায় এসে আমাদের নেত্রী শান্তি প্রতিষ্ঠা করেছেন। নয়াগ্রামে সেতুর কাজ শুরু হয়েছে। লালগড়েও সেতু তৈরি হবে। তবে সব কাজ তো আর এক-দু’মাসে করা যায় না। যারা গণতন্ত্র মানে না, অত্যাচার করে তাদের রাজনীতির অধিকার নেই। ফের অশান্তি ছড়ানোর চেষ্টা হলে মানুষই জবাব দেবেন।”
দীনেন রায়,
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি।

ছবি: সৌমেশ্বর মণ্ডল ও দেবরাজ ঘোষ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.