রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গৌরান গ্রাম |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধল খানাকুলের গৌরান গ্রামে। লাঠি, ইট-পাটকেল নিয়ে মারামারিতে দু’পক্ষের জনা ছ’য়েক জখম হয়েছেন। সিপিএমের একটি দলীয় কার্যালয় এবং যামিনী রায় নামে সিপিএম কর্মীর দোকানে অল্পবিস্তর ভাঙচুর হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষের মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
স্থানীয় সূত্রের খবর, গত শনিবার একটি স্মরণসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বক্তৃতা শুনতে গিয়েছিলেন গৌরান গ্রামের জনা কুড়ি সিপিএম কর্মী-সমর্থক। অভিযোগ, ঘটনার সূত্রপাত তা থেকেই। স্থানীয় সিপিএম নেতা শেখ সরিফুলের দাবি, রবিবার সকালে তৃণমূলের লোকজন তাঁকে হুমকি দেয়। দলের পতাকা ছেঁড়ার অভিযোগ আনে। গ্রামবাসীরাই ‘প্রতিবাদ করে’ তৃণমূলের লোকজনকে তাড়িয়ে দেন বলে দাবি সরিফুলের। অভিযোগ, তারই জেরে সোমবার সকালে আশপাশের গ্রাম থেকে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক হামলা করে। সরিফুল বলেন, “এরই প্রতিবাদে সরব হন গ্রামেরই কিছু বাসিন্দা। রুখে দাঁড়ান তাঁরা।”
অন্য দিকে, তৃণমূল নেতা শেখ নয়নের বক্তব্য, “স্মরণসভা থেকে ফিরে উজ্জীবিত হয়ে সিপিএমের ছেলেরা আমাদের দলের সমস্ত পতাকা খুলে ফেলে। তার প্রতিবাদ করতে গিয়ে সিপিএমের হামলার মুখে পড়তে হয়েছে আমাদের ছেলেদের। সিপিএমের দৌরাত্ম্যের খবর পেয়ে সোমবার সকালে বিভিন্ন গ্রামের মানুষ এসে প্রতিবাদ করেছেন। কেউ সিপিএমের দলীয় কার্যালয় বা দোকান ঘরে ভাঙচুর করেননি।” সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক মণীন্দ্র রানা বলেন, “আমাদের কেউ সংঘর্ষে লিপ্ত হননি। গৌরান গ্রামের মানুষই প্রতিবাদ করেছেন।” |