টুকরো খবর
খাদ্য ও সরবরাহ দফতরের নতুন শাখা
বাউড়িয়ায় খাদ্য ও সরবরাহ দফতরের একটি স্থানীয় কার্যালয় খোলা হবে বলে জানিয়েছেন উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ। বর্তমানে এই এলাকায় খাদ্য ও সরবরাহ দফতরের কোনও কার্যালয় নেই। ফলে বাউড়িয়া এবং চেঙ্গাইলের বাসিন্দাদের উলুবেড়িয়ায় মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরে গিয়ে রেশন কার্ড সংক্রান্ত কাজকর্ম করতে হয়। রেশন কার্ড বাতিল, নতুন রেশন কার্ড তৈরি বা রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করার কাজটি করে খাদ্য ও সরবরাহ দফতর। সেই কারণে বাউড়িয়া এবং চেঙ্গাইলের বাসিন্দারা বাউড়িয়াতে একটি কার্যালয় খোলার জন্য খাদ্য ও সরবরাহ দফতরের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু জায়গার অভাবে সেটি করা যায়নি। জেলা খাদ্য ও সরবরাহ দফতরের বক্তব্য, জায়গার ব্যবস্থা করতে হবে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষকে। তা হলেই সেখানে খাদ্য ও সরবরাহ দফতরের স্থানীয় কার্যালয় খোলা যেতে পারে। এ বিষয়ে তাঁরা পুরসভা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন বলে জেলা খাদ্য ও সরবরাহ দফতরের এক কর্তা জানান। সোমবার পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ বলেন, “বাউড়িয়ায় আমাদের একটি খালি বাড়ি রয়েছে। সেখানে খাদ্য ও সরবরাহ দফতরের স্থানীয় কার্যালয় খোলা হবে। এ বিষয়ে খাদ্য ও সরবরাহ দফতরের সঙ্গে আমাদের কথা হয়েছে। খুব শীঘ্রই কাযর্যালয়টি চালু করে দেওয়া হবে।”

বয়লারের মধ্যে পড়ে মারা গেলেন বিটিপিএসের কর্মী
সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বয়লারের মধ্যে পড়ে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। দমকল এসে তাঁর দেহ উদ্ধার করে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির ত্রিবেণীতে ব্যাণ্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে (বিটিপিএস)। মৃতের নাম রাজু বিশ্বাস (২৫)। তাঁর বাড়ি ত্রিবেণী রেলগেট কলোনিতে। ওই যুবকের দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও বিটিপিএস সূত্রে জানা গিয়েছে, বাঙ্কারে কাজ করছিলেন ওই যুবক। বিকেল সাড়ে ৪টে নাগাদ কোনও ভাবে সেফটি বেল্ট ছিঁড়ে গিয়ে তিনি বয়লারের মধ্যে পড়ে যান। সহকর্মীরা প্রথমে বিষয়টি ঠিকমতো বুঝতে পারেননি। রাজুকে দেখতে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। বিটিপিএস কর্তৃপক্ষের লোকজন আসেন। তাঁদের সঙ্গে কর্মীদের টালবাহানা শুরু হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ মগরা থানায় খবর দেন। দমকলেও খবর দেওয়া হয়। দমকলকর্মীরা বয়লারের ভিতর থেকে ঝলসানো অবস্থায় রাজুকে উদ্ধার করেন। বিটিপিএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজুর বাবা অনুকুলবাবুও বিটিপিএস-এর ঠিকাকর্মী। স্থানীয় সূত্রের খবর, এ দিন ঘটনার সময় তিনি ছাইগাদায় কাজ করছিলেন। তিনি বলেন, “এক কর্মী নিখোঁজ বলে খবর পাই। সকলের মতো আমিও ছুটে গিয়েছিলাম। বুঝিনি আমার ছেলেই ওই ভাবে ঝলসে গিয়েছে।”

অপহরণের নালিশ, ধৃত
পাওনা টাকা না পেয়ে ধান-চাল কেনাবেচার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে অপহরণ করে বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাওড়ার শ্যামপুরের মদন মাজি ধান-চাল কেনাবেচার কাজ করেন। তাঁর স্ত্রী সোমবার থানায় দায়ের করা অভিযোগে জানান, আরামবাগের বলরামপুরের ব্যবসায়ী রতন কুণ্ডু তাঁর স্বামীকে গত ৩ জুলাই থেকে বাড়িতে আটকে রেখেছেন। আরামবাগের পুলিশ গিয়ে এ দিনই রাতে উদ্ধার করে মদনবাবুকে। গ্রেফতার করা হয়েছে রতনকে। ওই ব্যবসায়ীর দাবি, ১ লক্ষ ৮৬ হাজার টাকা তিনি পেতেন মদনের কাছ থেকে। মদনবাবুর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে ‘হুমকি ফোন’ আসছিল বাড়িতে।

রেল লাইনে ফাটল চুঁচুড়ায়
লাইনে ফাটল দেখতে পেয়ে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। সোমবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া-তারকেশ্বর লাইনে নালিকুল ও মালিয়া স্টেশনের মধ্যবর্তী এলাকায়। ডাউন তারকেশ্বর লোকালের চালক ট্রেন দাঁড় করিয়ে দেন। পরে শ্যাওড়াফুলি থেকে রেলের আধিকারিকেরা এসে পরিস্থিতি সামলান বলে রেল সূত্রের খবর। এর জেরে রাত ৯টা ৫০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে আপ লাইনে ট্রেন চলেছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “বড়সড় কোনও ফাটল নয়। খবর পেয়ে বাস্তুকারেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।”

বস্তাবন্দি দেহ উদ্ধার
একটি কারখানা থেকে মিলল এক কিশোরের বস্তাবন্দি দেহ। সোমবার সকালে, সালকিয়ার ধর্মতলা রোডে। মৃত কিশোর ওই কারখানারই কর্মী। নাম রবিকুমার সিংহ (১৫)। পুলিশ জানায়, বছর পাঁচেক আগে রবি ওই কারখানায় কাজ নেয়। এ দিন দেহটি উদ্ধারের পরে মৃতের পরিজনেরা দেহ নিয়ে থানায় বিক্ষোভ দেখান ও মালিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশের ধারণা, রোলিং মেশিনে পিষ্ট হয়ে রবির মৃত্যু হয়েছে। পরিজনদের অভিযোগ, কাজে ভুল করায় রবিকে প্রথমে মারধর করা হয়। পরে চলন্ত রোলিং মেশিনে ফেলে খুন করা হয়। এই ঘটনা যাতে জানাজানি না হয়, তাই মালিক বাকি শ্রমিকদের সকালে ছুটি দিয়ে দেন।

যুবকের মৃত্যু
রবিবার রাতে খানাকুলের রাধানগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানায়, রাজকুমার দাস (২৬) নামে ওই যুবক আলো জ্বালতে বাড়ির স্যুইচ বোর্ডে হাত দিতেই বিদুৎস্পৃষ্ট হন। স্থানীয় মানুষ তাঁকে নিয়ে যান খানাকুল গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.