দলবল নিয়ে একটি দোকানে ভাঙচুর, মালিককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল বিশ্বভারতীর শিক্ষাসত্রের এক শিক্ষকের বিরুদ্ধে। রবিবার রাতে এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই দোকানের মালিক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম গৌতম সাহা। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” গৌতমবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের বাসস্ট্যান্ড লাগোয়া জামবুনি এলাকার ওই দোকানে রবিবার রাত ৮টা নাগাদ জনাদশেক ব্যক্তি হামলা চালায়। দোকান মালিককে মারধর করার পাশাপাশি ভাঙচুর করে দোকান থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় বলেও অভিযোগ। ওই দোকানের মালিক আদিত্যগোপাল ঘোষ-এর অভিযোগ, “বিশ্বভারতীর শিক্ষাসত্রের শিক্ষক গৌতম সাহা ১০-১২ জন মদ্যপ যুবককে নিয়ে এসে আমার দোকানে ভাঙচুর চালান। আমাকে মারধর করে সারাদিনের বিক্রির প্রায় ৩০ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে গিয়েছেন।” আদিত্যবাবুর দাবি, “একটি ফ্রিজ কিনেও না পাওয়ার অভিযোগ তুলে তিনি এই ভাঙচুর চালান। যদিও আগেই ওই ফ্রিজ তাঁর বাড়িতে ডেলিভারি করা হয়েছে।”
এ দিকে অভিযুক্ত শিক্ষকের অবশ্য দাবি, “অভিযোগ ঠিক নয়। কথা কাটাকাটি হয়েছে। মারধর বা ছিনতাইয়ের অভিযোগ একেবারেই মিথ্যে। আদিত্যবাবুর দুই মেয়ে আমার ছাত্রী। তাদের শিক্ষক হয়ে আমি আদিত্যবাবুর সঙ্গে এমন করতেই পারি না।” অন্য দিকে, বোলপুর ব্যবসায়ী সঙ্ঘের সম্পাদক সুনীল সিংহ ও কোষাধ্যক্ষ সুব্রত ভকত বলেন, “অবিলম্বে অভিযুক্ত শিক্ষক-সহ অন্যান্যদের গ্রেফতার করুক পুলিশ।” |