টুকরো খবর
ভূমিহীনদের জমি দান
রাজ্য সরকারের ‘নিজ ভূমি নিজগৃহ’ প্রকল্পে সোমবার রামপুরহাট ১ ব্লকের মাসড়া অঞ্চলের ৩১টি পরিবারকে জমির পাট্টা তুলে দেওয়া হল। ব্লক অফিসে হওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তৃণমূলের আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহম্মদ মনিরুদ্দিন, রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের রুমকি চট্টোপাধ্যায়, বিডিও আব্দুল মান্নান, মাসড়া অঞ্চলের প্রধান সিপিএমের মঙ্গল বাস্কি প্রমুখ। বিডিও বলেন, “এই প্রকল্পের আওতায় দারিদ্র সীমার নীচে বসবাসকারী ভূমিহীন ৩১টি পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে। তাঁদের অধিকাংশই তফসিলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। পরবর্তী পর্যায়ে ওই পরিবারগুলিকে ইন্দিরা আবাস যোজনায় দু’ দফায় ২২,৫০০ টাকা দিয়ে তাঁদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হবে।”

যাত্রীকে মাদক খাইয়ে লুঠ ট্রেনে
এক অচৈতন্য যাত্রীকে স্টেশন থেকে উদ্ধার করল রেল পুলিশ। সোমবার সিউড়ি স্টেশনে বোধন চট্টোপাধ্যায় নামে ওই যাত্রীকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেল পুলিশের অনুমান, মাদক জাতীয় দ্রব্য খাইয়ে ওই যাত্রীকে লুঠ করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর বাড়ি কাঁকরতলা থানার রসাগ্রামে। এ দিন ভোরে সাঁইথিয়া থেকে অণ্ডালগামী একটি লোকাল ট্রেনে চড়ে তিনি ভিমগড়ে যাচ্ছিলেন। সাঁইথিয়ায় ট্রেন ছাড়ার পর দুই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁরা বোধনবাবুকে চা খাওয়ায়। তারপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে সিউড়ি রেল পুলিশ তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে ওই যাত্রীর ভাগ্নে পার্থ গঙ্গোপাধ্যায় সিউড়ি হাসপতালে এসেছিলেন। তিনি জানালেন, বোধনবাবু কর্মসূত্রে ঝাড়খণ্ডের গোড্ডাতে থাকেন। সেখান থেকে ফরাক্কা হয়ে তিনি বাড়ি ফিরছিলেন। অচৈতন্য অবস্থায় বোধনবাবু তাঁকে জানিয়েছেন, ওই যুবকেরা তাঁর সঙ্গে থাকা ৮ হাজার টাকা, মোবাইল ও ব্যাগপত্র লুঠ করেছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রেল পুলিশের এএসআই শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্ধার করে ভর্তি করেন। সময় মতো ভর্তি করা না হলে বিপদ হতে পারতো। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। সোমবার সিউড়ি হাটজন বাজার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপক মাহারো (২৪)। বাড়ি মহম্মদবাজারের শেওড়াফুলি এলাকায়। পুলিশের সূত্রে জানা গিয়েছে, রবিবার দীপকবাবু সিউড়ির হাটজন বাজার এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। এ দিন সকাল ৯টা নাগাদ তিনি এলাকারই একটি ক্যানালে স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে নেমে তিনি জলের তোড়ে ভেসে যান। পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ভুরকোনা গ্রামের কাছে তাঁর দেহটি উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।

জাল নোট উদ্ধার, গ্রেফতার ২
ধান কিনতে এসে কৃষকদের জাল নোট দেওয়ার অবিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত ইলামবাজারের বারুইপুরের শেখ ফিরোজ ও বর্ধমানের আউশগ্রামের শেখ আলিনূরকে সোমবার বোলপুর আদালতে হাজির করানো হয়েছিল। এসিজেএম পীযূষ ঘোষ ধৃতদের ৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বোলপুরের কার্তিকডাঙা গ্রামে ধান কিনতে আসেন ওই দুই ব্যক্তি। তখন ধৃতেরা কৃষকদের ৪৩ হাজার টাকার জাল নোট দেওয়া হয় বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “৫৮টি ৫০০ টাকা ও ১৪টি ১ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.