পুজোর আগেই চালু হবে আদালত
পুজোর আগেই মালদহের চাঁচলে চালু হচ্ছে মহকুমা আদালত। চাঁচল রাজবাড়ির একাংশে এর মধ্যেই আদালতের পরিকাঠামো গড়ে তোলার কাজ শেষ হয়েছে। পুজোর আগেই চাঁচলে মহকুমা আদালত চালু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় বিধায়ক আসিফ মেহবুব। চাঁচলে আদালত চালুর বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হওয়ার পাশাপাশি আইনমন্ত্রীরও দ্বারস্থ হন তিনি। পুজোর আগেই আদালত চালু করার কথা তাঁকে আইনমন্ত্রী জানিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক। বিধায়ক বলেছেন, “চাঁচলে মহকুমা আদালতের পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। আইনমন্ত্রীর সঙ্গে আদালত চালু করার বিষয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন পুজোর আগেই চাঁচলে আদালতের উদ্বোধন হবে। ওই অনুষ্ঠানে হাইকোর্টের প্রধান বিচারপতিও হাজির থাকতে পারেন। চাঁচলে মহকুমা আদালত চালু হওয়ার সম্ভাবনার কথা চাউর হতেই এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। খুশি স্থানীয় আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী এবং বাসিন্দারাও। ২০০১ সালের এপ্রিল মাসে চাঁচলে মহকুমা গঠিত হয়। মহকুমা হলেও আদালত চালু না হওয়ায় এখনও বাসিন্দাদের আদালত সংক্রান্ত কাজে ৮০-১০০ কিলোমিটার দূরের মালদহে যেতে হয়। আদালত চালু হলে এলাকার বেকার যুবকদের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও ব্যবসায়ী সমিতির আশা।
ছবি: বাপি মজুমদার।
মহকুমা গঠনের দীর্ঘদিন বাদে চাঁচলে আদালত তৈরি ব্যাপারে পক্রিয়া শুরু হয়। আদালতের জন্য কেনা হয় চাঁচল রাজবাড়ির একাংশ। অন্য অংশে রয়েছে চাঁচল কলেজ। রাজবাড়ি কেনা হলেও তা সংস্কার না করে আদালত চালু করা সম্ভব নয় বলে ঝুলে থাকে কাজ। পরে ২০১১ সালে রাজবাড়ি সংস্কারের জন্য ২ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দ হয়। ২০১১ সালের মার্চ মাস থেকে রাজবাড়ির আমূল সংস্কারের কাজ শুরু করে পূর্ত (ভবন) দফতর। ওই দফতরের মালদহের নির্বাহী বাস্তুকার জয়ন্ত মন্ডল বলেন, “আমাদের যা দায়িত্ব ছিল সেই পরিকাঠামো তৈরির সব কাজ শেষ হয়ে গিয়েছে। শুনেছি শীঘ্রই আদালত চালু হবে। কবে হবে তা আইন দফতরই বলতে পারবে।” পূর্ত (ভবন) দফতর সূত্রে জানা যায়, রাজবাড়ির দোতালার ছাদ নতুন করে তৈরি ছাড়াও গোটা ভবনের আমূল সংস্কার হয়েছে। দোতালায় ওঠার জন্য পুরনো সিঁড়ি ভেঙে তৈরি হয়েছে বড় কংক্রিটের সিঁড়ি। তৈরি হয়েছে ৬টি এজলাস। সংস্কার করা হয়েছে রাজবাড়ির পিছনের বাগানও। চাঁচল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ কমিটির সদস্য সুবেশ মিত্র বলেন, “পরিকাঠামো নিয়ে সমস্যা থাকায় আদালত চালু হচ্ছিল না। এবার আর কোনও সমস্যা নেই। শুনেছি দ্রুত আদালত চালু হবে। মহকুমার ৬টি ব্লকের ভোগান্তি কমবে।” চাঁচল ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণগোপাল পোদ্দার বলেন, “চাঁচলে মহকুমা গঠনের পর এক দশক পার হলেও আজও পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে ওঠেনি। মহকুমা আদালত। সেটা অন্তত এ বার চালু হবে বলে বাসিন্দারা আশায় বুক বাঁধছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.