অসুস্থ নবজাতকদের শুশ্রূষায় রাজ্যের আরও ৫৪টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে সিক নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউ।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পরিদর্শনে এসে একথা জানান। এই ৫৪টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে রয়েছে মুশির্দাবাদের পাঁচগ্রাম, বেনিয়াগ্রাম, শক্তিপুর, নবগ্রাম, ভরতপুর ও গোধনপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র। অসিতবাবু জানান, ১৪ অগস্টের মধ্যে ওই ৫৪টি এসএনসিইউ চালু করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ১০টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিদের সংখ্যা বেশি থাকায় ইতিমধ্যেই সেখানে আরও উন্নত মানের শিশু চিকিৎসা ইউনিট গড়ে তোলা হয়েছে। ওই দশটি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ১০ জন প্রসূতির প্রসব হয়। গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে এই স্বাস্থ্যকেন্দ্রে ২৫৫৭টি শিশুর জন্ম হয়েছে। বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ৬৯৭টি ও পাঁচগ্রামে ৬৯৪টি শিশুর জন্ম হয়েছে। ওই শিশুদের বাড়তি পরিচর্যা দিতেই এই নতুন ইউনিট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন অসিতবাবু। তিনি বলেন, “রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেই এই ধরনের বিভিন্ন ইউনিট গড়ে তোলা হবে। ফলে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে চাপ কমবে।” |