টুকরো খবর
শিলিগুড়িতে রেড রিবন
এডস প্রতিরোধ এবং সচেতনতায় রেড রিবন এক্সপ্রেস পৌঁছল শিলিগুড়িতে। রবিবার এইচআইভি আক্রান্তদের সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্বাস্থ্য কর্মী-আধিকারিক-চিকিৎসকদের একাংশ প্রচার মিছিল করে শিলিগুড়ি জংশন স্টেশনে যান। সেখানেই ওই বিশেষ প্রচার ট্রেনটি প্রদর্শনীর জন্য রয়েছে। এই উপলক্ষ্যে জংশন স্টেশন চত্বরে স্বাস্থ্য দফতর, রেল এবং রাজ্য এডস প্রিভেনশন অ্যান্ড কনট্রোল সোসাইটি, ন্যাশনাল এডস কনট্রোল অর্গানাইজেশন (ন্যাকো)-এর উদ্যোগে এ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলিগুড়িতে এই বিশেষ ট্রেনকে ঘিরে এডস সচেতনতার প্রচারের উদ্বোধন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত, রেড রিবন এক্সপ্রেসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মোহনিশ কুমার-সহ অনেকেই। এডস নিয়ে সচেতনতা প্রচারে ট্রেনের ৫ টি কামরায় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের বাইরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল পড়ুয়া, শিলিগুড়ি জেলা হাসপাতালের নার্স, কর্মী-আধিকারিকদের অনেকেই অংশ নেন। শিলিগুড়িতে সোমবার পর্যন্ত ট্রেনটি দেখতে পাবেন উৎসাহীরা। ন্যাকোর তরফে জানা গিয়েছে, ট্রেনটি এখন পর্যন্ত ৯৩ টি স্টেশনে দাঁড়াল। তাতে ৬৫ লক্ষ মানুষ ট্রেনের সচেতনতা প্রচারে অংশ নেয়। শিলিগুড়িতে থেকে ট্রেনটি অসমের উদ্দেশে যাবে।

চিকিৎসক অভিযুক্ত
সরকারি হাসপাতালে নয়। বরং চিকিৎসকের পরামর্শ বেসরকারি নার্সিংহোমই। এক প্রসূতিকে এমনই পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। শনিবার সকালে ভর্তি হন গৌরী দাস নামে ওই প্রসূতি। তাঁর স্বামী রাজু দাস বলেন, “চিকিৎসক বলেন সেদিনই অস্ত্রোপচার করতে হবে। তবে হাসপাতালে অস্ত্রোপচার করতে হলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বেসরকারি একটি নার্সিংহোমে আজই সিজার করা সম্ভব।” রাজুবাবু বলেন, “এর পরেই সংশ্লিষ্ট ওই চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে ওই চিকিৎসকের কথা শুনে বুঝতেই পারছিলাম তিনি হাসপাতালে অস্ত্রোপচার করবেন না। তাই আমরা অন্য একটি নার্সিংহোমে গিয়ে অস্ত্রোপচার করাই।” যদিও হাসপাতালের ওই চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার আশিসরঞ্জন কোঁয়ার বলেন, “অভিযোগ পেয়েছি। প্রসূতির অস্ত্রোপচার করা সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।”

সচেতনতা শিবির
একটি সংগঠনের উদ্যোগে রবিবার বড়জোড়া চৌমাথা মোড়ে একটি হলঘরে চক্ষুদান সচেতনতা শিবির হয়েছে। শিবিরের উদ্বোধন করেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি যদুনাথ রায়, বড়জোড়া গ্রামপঞ্চায়েত প্রধান অলোক মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। সংগঠনের সম্পাদক পার্থ মণ্ডল জানান, মানুষকে চক্ষুদানে উৎসাহিত করতে শিবিরের আয়োজন করা হয়।

প্রসাদ খেয়ে অসুস্থ
প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চাকদহের গোরপাড়ার ৪০ জন বাসিন্দা। শনিবার গ্রামেরই একটি বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ খেয়েছিলেন তাঁরা সকলে। অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাঁদের কয়েক জনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

চক্ষুশিবির
একটি বেসরকারি সংস্থা ও বোরো থানার কুমারি পঞ্চায়েতের যৌথ উদ্যোগে রবিবার চক্ষুরোগ নির্ণয় শিবির হয়েছে। এ দিনের শিবিরে ১৫৫ জনের চক্ষুপরীক্ষা হয়েছে।

চিকিৎসা কেন্দ্রের জন্য টাকা
আকলপুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি জানান, মুখ্যমন্ত্রীর কাছে এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটিকে গ্রামীণ হাসপাতালে উত্তীর্ণ করার আবেদন জানিয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.