ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার দুপুরে ফালাকাটা দুলালের দোকান এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গফুর আহমেদ সহ ৩০০ জনের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলেছেন ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি স্বপন বসু। ব্লক তৃণমূল নেতা সন্তোষ বর্মন বলেন, “দল ভাঙানোর বিষয়টি ঠিক নয়। গফুর আহমেদ আমাদের নেতৃত্বের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেওয়ার কথা বলেন।”
|
পরিবর্তনশীল মহার্ঘভাতা (ভিডিএ) দাবিতে আন্দোলনের হুমকি দিল চা শ্রমিক সংগঠনগুলির একাংশ। রবিবার শিলিগুড়ির মিত্র সম্মেলনী হলে কো-অর্ডিনেশন কমিটি অব প্ল্যান্টেশন ওয়ার্কার্স এবং ডিফেন্স কমিটি ফর টি প্ল্যান্টেশন ওয়ার্কার্সের উদ্যোগে অন্তত ২৭ টি চা শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে সম্মেলন হয়। সেখানে পরিবর্তনশীল মহার্ঘভাতার দাবিতে সরব হন নেতৃত্বরা। সম্মেলনে উপস্থিত ন্যাশনাল ইউনিয়ন অব প্ল্যান্টেশন ওয়ার্কার্স-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী বলেন, “গত বছর পরিবর্তনীয় মহার্ঘভাতার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল। তাতে কাজ হয়নি। প্রয়োজনে তাই আন্দোলন করা হবে।” |