টুকরো খবর
‘মাওবাদী’ ধৃত সারেঙ্গার গ্রামে
সারেঙ্গায় ধৃত মাওবাদী বিশ্বজিৎ হাঁসদা। রবিবার।—নিজস্ব চিত্র
সিপিএম নেতা খুন ও একাধিক নাশকতায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়ার সারেঙ্গা থেকে এক ‘মাওবাদী’কে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমারের দাবি, “বিশ্বজিৎ হাঁসদা নামে মাওবাদীদের লালগড় স্কোয়াডের ওই সদস্যকে বড়গাড়রা গ্রামে তাঁর বাড়ি থেকে শনিবার রাতে ধরা হয়। সারেঙ্গায় সিপিএমের এক নেতাকে খুন করা থেকে সারেঙ্গা, লালগড়, গোয়ালতোড় এলাকায় একাধিক মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।” রবিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক বছর তিরিশের বিশ্বজিৎকে ১২ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, বিশ্বজিৎ ২০০১ সালে প্রথমে জনযুদ্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। সেই বছরেই বড়গাড়রা গ্রামে খুন হন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির তদানীন্তন সভাপতি তথা সিপিএমের জেলা কমিটির সদস্য শিবরাম শতপথী। ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বিশ্বজিতের বিরুদ্ধে। পরে তিনি সিপিআই (মাওবাদী)-তে যোগ দিয়ে লালগড়, গোয়ালতোড় ও সারেঙ্গা এলাকায় নাশকতা চালান বলে পুলিশের দাবি। দিন দু’য়েক আগে তিনি বাড়ি ফিরেছেন খবর পেয়ে পুলিশ শনিবার অভিযান চালায়।

ট্রাকের ধাক্কায় মৃত্যু দু’জনের, অবরোধ
দুর্ঘটনাগ্রস্ত অটো। ছবি: সুজিত মাহাতো।
ট্রাকের ধাক্কায় এক মহিলা-সহ দুই অটোযাত্রী মৃত্যু হল। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর, পাড়া থানার ঝাপড়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, মালা কর্মকার (৫০) ও জীবন চৌবে (৩৭)। পাড়া থানার ঝাপড়া ও লয়াড়া গ্রামে তাঁদের বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ঝাপড়া মোড়ের কাছে যাত্রীবাহী একটি অটোকে ধাক্কা মারে একটি লরি। পুলিশ জানিয়েছে, লরিটি রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়া যাচ্ছিল। অন্য দিকে, অটোটি ঝাপড়া মোড় থেকে যাত্রী নিয়ে আনাড়া যাচ্ছিল। ঝাপড়া মোড়ের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে লরিটি ধাক্কা মারে ওই অটোটিকে। পরে লরিটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি দোকানে। লরির ধাক্কায় দোকানের মালিক চোট পেয়েছেন। পরে মালাদেবী এবং জীবনবাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল ও পুরুলিয়া মফস্সল থানার কুস্তাউর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে দুর্ঘটনাস্থলে কিছু ক্ষণ রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অন্য দিকে, এ দিন বিকেলে মানবাজারের চৌমাথায় ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর জখম হন। পরে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

বাজ পড়ে মৃত্যু দু’জনের
দু’টি পৃথক জায়গায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দু’জনের। জখম হয়েছেন ৫ জন। শনিবার বিকেলে দুর্ঘটনা দু’টি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানার ঝালমামরা গ্রামে এবং পাড়া থানার পাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন গোপাল সর্দার (১৭) ও দাসি বাগদি (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ঝালমামরা গ্রামের একটি চালাঘরে জনা ছ’য়েক যুবক বসেছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে সেখানে বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল সর্দারের। বাকি ৫ জন জখম হন। তাঁদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রায় একই সময়ে জমিতে চাষের কাজ করে বাড়ি ফিরছিলেন পাড়া গ্রামের দাসি বাগদি। রাস্তায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গ্রেফতার যুবক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ক্ষীরোদ রাজোয়াড়। বাড়ি হুড়া থানার বাথানডি গ্রামে। শুক্রবার রাতে তাঁকে ধরা হয়। শনিবার পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক সহবাস করায় তিনি অন্তঃসত্ত্বা হন। দিন দশেক আগে তাঁর একটি মেয়ে জন্মায়। কিন্তু ওই যুবক এরপরেও তাঁকে বিয়ে করতে না চাওয়ায় তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার অভিযোগ হয়।

নিম্নমানের কাজের নালিশ
বাঁকুড়া জেলাপরিষদ পরিচালিত একটি উপস্বাস্থ্য কেন্দ্রের মেরামতির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে নিম্ন মানের কাজ-সহ বেশ কিছু বেনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। ওন্দার ঘটনা। বাসিন্দারা এ ব্যাপারে বাঁকুড়া জেলা সভাধিপতির কাছে লিখিত ভাবে অভিযোগও জানিয়েছেন। জেলা সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার বলেন, “আমি এই ধরনের কোনও অভিযোগ এখনও পাইনি। পেলে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখব।” অভিযোগকারী ওন্দার বাসিন্দা ভবানী মোদক, রাধামাধব মালরা বলেন, “ওন্দা থানা লাগোয়া এই উপস্বাস্থ্যকেন্দ্রটি ওন্দাবাসীদের অন্যতম ভরসাস্থল। প্রতিদিনই কয়েকশ মানুষ চিকিৎসা করাতে আসেন এখানে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল।” বাসিন্দাদের দাবি মতো সম্প্রতি সংস্কারের কাজ শুরু করেছে জেলাপরিষদ। বাসিন্দাদের অভিযোগ, “ঠিকাদার অতি নিম্নমানের কাজ করছেন। স্বাস্থ্যকেন্দ্রর জানালা, দরজা খুলে নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। কাজের হিসেব জানতে চাইলেও জানানো হচ্ছে না।” তাঁদের দাবি, অবিলম্বে বিষয়টি তদন্ত করে দেখা হোক। অভিযুক্ত ঠিকাদার আনন্দ ঘোষ নিম্নমানের কাজ করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। বাসিন্দারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করছেন।”

কিশোরের দেহ উদ্ধার
ঝাড়খণ্ড সীমান্তের একটি সেচকুয়ো থেকে উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম বিট্টু মাহাতো (১৫)। বাড়ি জয়পুর থানা এলাকার বড়টাঁড় গ্রামে। বিট্টু পুরুলিয়া শহরের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। গত বুধবার সন্ধ্যায় কোনও কারণে বিট্টু বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধ্যায় ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া জয়পুর থানা এলাকার গুঞ্জা গ্রামের অদূরে একটি সেচকুয়োয় এক কিশোরের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

কুসংস্কার বিরোধী সভা মানবাজারে
মানবাজার থানার কপড়রা গ্রামে শনিবার বিকেলে কুসংস্কার বিরোধী সভা হয়েছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, “কপড়রা গ্রামের বসিন্দাদের মন থেকে কুসংস্কার দূর করতে বিজ্ঞানের কলাকৌশল প্রদর্শিত হয়েছে। হাতের তালুতে আগুন জ্বালানো, ধান থেকে খই করা এবং বিজ্ঞানের ব্যাখ্য বোঝানো হয়েছে।” মানবাজারের বিডিও সায়ক দেবও বলেন, “কুসংস্কার দূর করতে সময় লাগবে। তবে এই ধরনের সভায় বাসিন্দাদের সাড়া মিলছে।”

ধৃত স্বামী, দেওর
এক বধূর অপমৃত্যু হয়েছে। বিয়ের ১০ বছর পরেও সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করলেন তাঁর বাবা। এই অভিযোগে পুলিশ বধূটির স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে। আড়শা থানার ফসকো গ্রামের ঘটনা। মৃতের নাম কালোমণি মাঝি (২৫)। শনিবার তাঁর মৃত্যু হয়। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামী মনপূরণ মাঝি ও দেওর ধুকড়ি মাঝিকে পুলিশ গ্রেফতার করে। রবিবার ধৃতদের পুরুলিয়া আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে আড়শা গ্রামের বাসিন্দা গণপতি মাঝির মেয়ে কালোমণির সঙ্গে বিয়ে হয়েছিল ফসকো গ্রামের মনপূরণের। গণপতিবাবুর অভিযোগ, “সন্তান না হওয়ায় মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন করত। শনিবার মেয়ের অসুস্থতার খবর পেয়ে ওর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ওর মৃত্যু হয়েছে। ওর মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছিল। শ্বশুরবাড়ির অত্যাচারেই ও আত্মহত্যা করেছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.