ওয়ান ডে টিমে থাকার জন্য মনোজ তিওয়ারি শক্তিশালী এক দাবিদার বলে মন্তব্য করলেন ডানকান ফ্লেচার। পড়ে পাওয়া সুযোগ মনোজ পুরোপুরি সদ্ব্যবহার করেছেন বলে মন্তব্য করেন জাতীয় কোচ। “ওর মানসিকতা প্রশংসনীয়। ও দেখিয়েছে, ও বড় মঞ্চের জন্য তৈরি। চাপে মাথা ঠান্ডা রাখতে জানে। ওয়ান ডে টিমে নিয়মিত থাকার দাবিদার মনোজ।”
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টানা আট টেস্ট হারের পরে শ্রীলঙ্কায় গিয়ে ৪-১ সিরিজ জয় বড় ফ্যাক্টর বলে মনে করেন ফ্লেচার। “বেশ কিছুদিন বিরতির পরে এই সিরিজটা খেললাম। |
আমরা একটু আনফিট অবস্থায় এখানে এসেছিলাম। ফিটনেস ফিরিয়ে এনে ভাল ক্রিকেট খেলেছি। শ্রীলঙ্কায় এসে ওদের ৪-১ হারানোয় আমরা খুশি।” ফর্মে থাকা বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লেচার। “ধারাবাহিকতাটা ধরে রেখেছে ও। এটা টিমের জন্য খুব ভাল লক্ষণ।” শেষ ওয়ান ডে-তে পাঁচ উইকেট নেওয়া ইরফান পাঠানেরও প্রশংসা করেন ফ্লেচার। “ও খুব পেশাদার ক্রিকেটার। মাঠে ও মাঠের বাইরে পেশাদার থাকার জন্য পুরস্কার পেয়েছে ও।”
এ দিকে, সাম্প্রতিক ফর্মের জন্য আই সি সি ওয়ান ডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা সিরিজে ২৯৬ রান করেছেন ম্যান অব দ্য সিরিজ কোহলি। এখন বিরাটের সামনে হাসিম আমলা। ভারতীয়দের মধ্যে আছেন পঞ্চম স্থানে ধোনি ও দশম স্থানে গম্ভীর। |