আজ সনিয়ার ভোজে তৃণমূল
রিকি সম্পর্কের ‘জটিলতা’ কাটার ইঙ্গিত মিলছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের সঙ্গে ‘তিক্ততা’ শেষ পর্যন্ত মুছে গিয়েছিল ইউপিএ-প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করায়। এ বার উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে দলনেত্রী সনিয়া গাঁধীর আমন্ত্রণে আজ, সোমবার মধ্যাহ্নভোজে যোগ দিতে দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন মমতা।
তৃণমূলের লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছেন, “আমাদের দলনেত্রীর নির্দেশে সনিয়া গাঁধীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে আমাদের দলের সাংসদেরা যোগ দেবেন।” ফলে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্-মুহূর্তে কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক কিছুটা ‘সহজ’ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
উপরাষ্ট্রপতি নির্বাচন কাল, মঙ্গলবার। ইউপিএ-র প্রার্থী হামিদ আনসারি। এনডিএ প্রার্থী যশবন্ত সিংহ। তবে তৃণমূল যে আনসারিকেই সমর্থন জানাবে, তার ইঙ্গিত দলীয় নেতৃত্ব দিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে তৃণমূল অবশ্য এখনও আনসারিকে সমর্থনের কথা ঘোষণা করেনি। তবে আজ সনিয়ার ভোজসভায় তৃণমূলের সাংসদদের যোগদানের নির্দেশ দেওয়ার মাধ্যমে মমতা কংগ্রেস নেতৃত্বকে বার্তা দিয়েছেন, ইউপিএ জোটকে তিনি ‘অটুট’ই রাখতে চান।
উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় অবস্থান নিয়ে আজ রাতে দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুকুল রায়ের বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক হবে বলে সুদীপবাবু জানিয়েছেন। তাঁর কথায়, “দলের সব সাংসদই জানেন, উপরাষ্ট্রপতি ভোটে তাঁদের করণীয় কী। কিন্তু সব চেয়ে উপরে থাকে দলের নির্দেশ। সেই নির্দেশ কী, তা জানানোর জন্য সব সাংসকেই মুকুলের বাড়ির বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, লোকসভার স্পিকার মীরা কুমার সংসদের বাদল অধিবেশনের আগে আজই সর্বদল বৈঠক ডেকেছেন। তৃণমূলের তরফে সর্বদল বৈঠকে যাবেন সুদীপবাবুই। আগামী পরশু, বুধবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে। এ বারের অধিবেশনে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ (এফডিআই), ফরওয়ার্ড ট্রেডিং, পেনশন ফান্ডের বেসরকারিকরণ সংক্রান্ত বিল আসার সম্ভাবনা। কংগ্রেসের সঙ্গে ‘শরিকি-সম্পর্কে’র উন্নতি হলেও এফডিআই, ফরওর্য়াড ট্রেডিং বা পেনশন বিলের বিরুদ্ধে তাঁদের ‘দলীয় অবস্থানে’র যে পরিবর্তন হবে না, তা-ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুদীপবাবু। দিল্লি যাওয়ার আগে এ দিন রাতে সুদীপবাবু বলেন, “এই সমস্ত বিলগুলি এই বাদল অধিবেশনে আনা উচিত নয়। আমরা সংসদে এই বিলগুলির বিরোধিতা করবই। কারণ, এই বিলগুলি কার্যকর হলে সাধারণ মানুষের সমস্যা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.