জেলায় খাদ্য ভাণ্ডার গড়বে রাজ্য সরকার |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পরিদর্শনে খাদ্যমন্ত্রী। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
বীরভূমে খাদ্য ভাণ্ডার গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখে এসে এ কথা জানান তিনি। এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “২৭০০ মেট্রিক টন, ১২০০ মেট্রিক টন ও ১৮০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন তিনটি গুদামের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য ধার্য হয়েছে ২.৫ কোটি টাকা।” এরই পাশাপাশি তিনি বলেন, “২০১১-১২ আর্থিক বর্ষে বীরভূমে ধানের উৎপাদন বেড়েছে। এই জেলার উৎপাদিত ধান জঙ্গলমহল-সহ অন্যান্য জায়গায় পাঠানো হবে। জঙ্গলমহলে প্রতি বছর খাদ্য সরবরাহের জন্য ১৫ কোটি টাকা ও খাদ্যের জন্য ৫৫ কোটি টাকা নিয়ে মোট বছরে ৭০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। খাদ্য ও খাদ্য সরবরাহ মিলিয়ে গোটা রাজ্যে মোট ৮৪০ কোটি ভতুর্কি দিচ্ছে রাজ্য সরকার।” এরই পাশাপাশি জ্যোতিপ্রিয়বাবুর দাবি, “এপিএল, বিপিএল নিয়ে নানা সমস্যা থাকলেও কেজি পিছু ২ টাকা দরে চাল ও গম সরবরাহ করবে রাজ্য। ইতিমধ্যে পঞ্চায়েতে সার্ভে চলছে। আগামী তিন মাসের মধ্যে তা শেষ হবে।” এ দিন জ্যোতিপ্রিয়বাবু বোলপুরে খাদ্য সরবরাহ ভাণ্ডারের একাধিক খাদ্য ভাণ্ডার ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন জেলা খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিকেরাও।
|
কেন্দ্রীয় উপাচার্য সংসদের সদস্য সুশান্ত দত্তগুপ্ত |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য সংসদের সদস্য হলেন বিশ্বভারতীর উপচার্য সুশান্ত দত্তগুপ্ত। সম্প্রতি এই মর্মে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে বিশ্বভারতীকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলের সভাপতিত্বে গঠিত ১২ জনের এই সংসদের সদস্য হয়ে সুশান্তবাবু বলেন, “ভাল লাগছে। আমার দায়িত্ব আরও বাড়ল।” কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে উপাচার্যদের ভূমিকা-সহ একাধিক বিষয়ে দিশা দেখাবে এই সংসদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারম্যান গোবর্ধন মেহেতাকে এই সংসদের সহ-সভাপতি করা হয়েছে। |