টুকরো খবর
সাহায্যের হাত বাড়ালেন সহকর্মীরা
সহকর্মীর অস্ত্রোপচারের টাকা জোগাতে এগিয়ে এলেন পূর্বস্থলী ১ ব্লক অফিসের কর্মীরা। নিজেরা চাঁদা দেওয়া ছাড়াও দু’দিনের মধ্যেই ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানদের সাহায্যে জোগাড় করে ফেললেন লক্ষাধিক টাকা। একশো দিনের প্রকল্পের এক চুক্তিভিত্তিক কর্মী বিশ্বরূপ শর্মা দিন কয়েক আগে শ্রীরামপুর ব্লক অফিসে কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসায় ধরা পরে তাঁর ব্রেন টিউমার হয়েছে। অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। বিশ্বরূপবাবুর মা সুজাতাদেবী জানান, খবরটা পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। দ্রুত অপারেশনের টাকা যোগাতে বাড়ি বিক্রিরও চেষ্টা করছিলাম। তখনই ছেলের অফিস থেকে ফোন আসে, “আপনি ভাববেন না। টাকার ব্যবস্থা আমরা করছি।” এরপরে বৃহস্পতি আর শুক্রবারের মধ্যেই আড়াই লক্ষ টাকা জোগাড় হয় বলে জানান তিনি। পূবর্স্থলী ১ ব্লকের সম্প্রসারণ আধিকারিক (এপিও) সৌরভ মজুমদারের অধীনেই কাজ করেন বিশ্বরূপ। সৌরভবাবু, সহকর্মী বিশ্বজিৎ রায় ও ক্যাশিয়ার সুদীপ নন্দীর উদ্যোগেই শুরু হয় টাকা জোগাড়। সৌরভবাবু বলেন, “আমরা ৬ অগস্ট ওঁকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি।” শ্রীরামপুর পঞ্চায়েতের তরফেও চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়। নসরতপুরের উপপ্রধানও ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা দিয়েছেন। সাহায্য এসেছে বগপুর, দোগাছিয়া,সাহানগর ইত্যাদি পঞ্চায়েত থেকেও। এত দ্রুত টাকা জোগাড় হওয়ার পরে সুজাতাদেবী বলেন, “এখন ওঁরাই আমার ভগবান। না হলে ছেলেকে নিয়ে পথে নামতে হত।”

পণ না দেওয়ায় বধূকে খুনের অভিযোগ
অতিরিক্ত পণ দিতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে কাটোয়ার বাগানেপাড়ার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম কুরচি বিবি (৩০)। রবিবার দুপুরে মৃতার দাদা নদিয়ার কালীগঞ্জ থানার বামনপুকুর গ্রামের বাসিন্দা আরমান মল্লিক কুরচি বিবির স্বামী মোজাফ্ফর শেখ, শ্বশুর মান্নান শেখ-সহ চার জনের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। পুলিশ ও মৃতার পরিবার সূত্রে খবর, বাগানেপাড়ার বাসিন্দা, পেশায় রিকশাচালক মোজাফ্ফরের সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় কুরচির। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তার উপর। বেশ কয়েকবার কুরচি বিবিকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়। পরে দুই পরিবারের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল। পুলিশের দাবি, শুক্রবার গভীর রাতে ওই বধূকে ছাদে ডেকে নিয়ে যান তাঁর স্বামী ও শ্বশুর। দু’দিনের মধ্যে তাঁকে অতিরিক্ত পণ এনে দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। কিন্তু কুরচি বিবি তাঁদের জানান, তাঁর দাদারা আর টাকা দিতে পারবেন না। তার পরেই তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেন তাঁর স্বামী ও শ্বশুর। আরমান মল্লিকের দাবি, “আমার ভাগ্নে মুবারক ঘটনার প্রত্যক্ষদর্শী। সে পুলিশের কাছে সব কথা জানিয়েছে।” কাটোয়া থানার ওসি সনৎ দাস বলেন, “মুবারক তৃতীয় শ্রেণির ছাত্র। বিচারকের কাছে গোপন জবানবন্দী দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে।”

কাগজ নেই, আটক ট্রাক
বৈধ কাগজপত্র না থাকায় হুগলির আরামবাগের দৌলতপুর থেকে বিহারে নিয়ে যাওয়ার পথে ৩৯৫ বস্তা আলু বোঝাই একটি ট্রাক আটক করল পুলিশ। শনিবার বর্ধমানের মেটাল ডিভিসি-র কাছে ঘটনাটি ঘটে। পরে ওই ট্রাকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “কাগজপত্র না দেখাতে পারায় ট্রাকের চালক, বিহারের সমস্তিপুরের ওড়িশিনগরের হাতি গ্রামের বাসিন্দা দিলীপকুমার মাহাতোকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ওই আলুর কিছুটা চাষির নামে বন্ডে থাকলেও, অন্য কোনও ব্যক্তি সেগুলি বিহারে পাঠাচ্ছিল।” তদন্ত করে চাষিদের নামে বিভিন্ন হিমঘরে মজুত থাকা আলু তাঁদের অজ্ঞাতসারে অন্যত্র পাচারের একটি বড় চক্রকে চিহ্নিত করা যাবে বলেও মনে করছে জেলা পুলিশ।

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় তৃণমূলের
সিপিএম-সহ অন্যান্য দল প্রার্থী না দেওয়ায় ভোটের আগেই কালনা ১ ব্লকের সিমলন অন্নপূর্ণা কালী বিদ্যামন্দির ও বেগপুর কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এল তৃণমূল। আগামী ১২ অগস্ট ভোট হবে বলে ঠিক করা হয়। শনিবার দুই জায়গাতেই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সমবায় সমিতির ৩১টি আসন ও উচ্চ বিদ্যালয়ের ৬টি আসনের সবক’টিতেই তৃণমূল ছাড়া কোনও দল প্রার্থী দেয়নি। বেগপুরের তৃণমূল নেতা ইনসান শেখের কথায় “সিপিএম-সহ অন্যান্য দলগুলির প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনও উৎসাহই দেখা যায়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.