দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যুর জেরে শনিবার ৩১ (এ) জাতীয় সড়কের দার্জিলিং মোড় লাগোয়া এলাকায় দিনভর যানজটে নাজেহাল হলেন যাত্রীরা। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি হয় প্রধাননগর থানার মাল্লাগুড়ির একটি সেতুতে। এ দিন দাজির্লিং মোড় হয়ে ট্রেন ধরতে এনজেপি যান রাজ্যপাল এমকে নারায়ণন। দার্জিলিং থেকে শিলিগুড়িতে তাঁর কনভয় পৌঁছনোর আগেই রাস্তায় যান চলাচল অনেকটা স্বাভাবিক করে দেওয়া হয়।
শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “বালু ভর্তি ট্রাকটির অবস্থা থাকায় খারাপ থাকায় সেটি সরাতে সময় লেগেছে। রাজ্যপালের গাড়ি যানজটে যাতে আটকে না যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।” ঘটনার রাতে একটি ট্রাককে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অন্য একটি বালু ভর্তি ট্রাকের অবস্থা খুব খারাপ থাকায় পুলিশ তা সরাতে পারেনি। এ দিন সকাল থেকে ট্রাকের বালু সরানোর কাজ শুরু করে পুলিশ। সন্ধ্যার আগে ট্রাকটিকে সরানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ হরিয়ানার একটি ট্রাক শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে বালু-পাথর বোঝাই অন্য একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। বালু-পাথর বোঝাই ট্রাকটি কয়েক টুকরো হয়ে যায়। সেটি বড় ট্রাকের ভেতরে ঢুকে যায়। কয়েক ঘন্টার চেষ্টায় ভোর চারটে নাগাদ ট্রাকের কিছুটা অংশ কেটে বড় ট্রাকের চালক বিহারের পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ রব্বানির (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপর ট্রাকের চালককে জখম অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিকে, একটি ট্রাক সরাতে না পারায় সকাল থেকে একমুখী রাস্তা বের করে যান চলাচল হয়। জাতীয় সড়কে প্রচুর গাড়ি চলাচল করায় অল্প সময়ের মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং, সেবক যাওয়ার রাস্তায় যানজট তৈরি হয়। |