টুকরো খবর |
তছরুপে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ করলেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মালদহের চাঁচল কলেজের ঘটনা। শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার পরে মালদহের এসপি জয়ন্ত পাল বলেন, “এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে তছরুপের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ‘রেমেডিয়াল কোচিং অ্যান্ড এন্ট্রি ইনটু সার্ভিস ফর এসসি, এসটি অ্যান্ড মাইনরিটি’ প্রকল্পে ২০০৮-০৯-এ ১১ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ করে ইউজিসি। ২০০৯-এর মার্চে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন অনিতা চক্রবর্তী। ২০১০-এর ১৬ নভেম্বর কলেজের প্রশাসক তাঁকে অপসারণ করেন। অন্যায় ভাবে অপসারণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন অনিতাদেবী। দায়িত্বে থাকার সময় ২০০৯ সালের মার্চ ও এপ্রিলে তিনি ১ লক্ষ ৫২ হাজার টাকা তোলেন বলে অভিযোগ ওঠে। অডিটে ওই টাকার কোনও হিসেব মেলেনি। কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “দেড় লক্ষ টাকার হিসেব নেই। অডিট রিপোর্ট হাতে পেয়ে অনিতাদেবীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে আলোচনায় বসতে বলা হয়। কিন্তু তিনি গুরুত্ব দেননি। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে অনিতাদেবী বলেন, “অভিযোগ মিথ্যা। আমি যে টাকা খরচ করেছি সেটার অডিট করে শিক্ষা দফতরে ইউসি জমা দিয়েছি।”
|
আত্মহত্যার প্ররোচনা, নেতা-সহ অভিযুক্ত ৭
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিপিএম নেতা-সহ সাতজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। গত বুধবার স্কুলডাঙি গ্রামে সন্ধ্যা দেবনাথ (৩৮) নামে এক বধূর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার শামুকতলা থানায় সন্ধ্যাদেবীর স্বামী রামপ্রসাদ দেবনাথ সাত জনের বিরুদ্ধে অভিযোগ করেন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।” তিনি জানান, চার মাস আগে সিপিএম নেতা রণজিৎ দেবনাথের ভাই সুবলবাবু রামপ্রসাদবাবুর বাড়ি কেনার জন্য ১০ হাজার টাকা বায়না করেন। এক মাসের মধ্যে ১,৪০ লক্ষ টাকা দিয়ে জমির দখল নেওয়া হবে বলে চুক্তি হয়। সময়মতো টাকা না পেয়ে বায়নার টাকা ফেরত দিতে চান রামপ্রসাদবাবু। তা ফেরত না নিয়ে জোর করে রণজিৎবাবু এবং তাঁর আত্মীয়রা জমির দখল নিতে যান বলে অভিযোগ। বাড়িতে হামলা করে খুনের হুমকিও দেওয়া হয় বলে রামপ্রসাদবাবুর দাবি। ভয়ে, অপমানে সন্ধ্যাদেবী আত্মহত্যা করেন বলে অভিযোগ। রণজিৎবাবু বলেন, “জমি-বিবাদের সঙ্গে ওই মহিলার আত্মহত্যার কোনও যোগ নেই।”
|
অবস্থান বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের সদস্যরা নিগমের রায়গঞ্জ ডিপোতে অবস্থান-বিক্ষোভ করেন। বিক্ষোভে সামিল হন মালদহ, চাঁচল ও বালুরঘাট ডিপোর কর্মীরাও। ইউনিয়নের তরফে নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে তাঁর মাধ্যমে নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে একটি স্মারকলিপিও পাঠানো হয়। ইউনিয়নের সম্পাদক পরিতোষ দেবনাথের অভিযোগ, অবসরপ্রাপ্ত ও কর্মরত মিলিয়ে নিগমের প্রায় সাড়ে ৬ হাজার কর্মী গত তিনমাস ধরে নিয়মিত ও পুরো বেতন, পেনশন পাচ্ছেন না। কর্মী ছাঁটাই চলছে। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা বলেন, “দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
|
ভেস্তে গেল কাজ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাসিন্দাদের বাধায় ভেস্তে গেল ডাম্পিং গ্রাউণ্ড তৈরির কাজ। শনিবার ডুয়ার্সের নিমতি দোমহনি এলাকার ঘটনা। এ দিন সকালে প্রশাসনের কর্তারা আলিপুরদুয়ারের জঞ্জাল ফেলার জন্য ডাম্পিং গ্রাউণ্ড তৈরির কাজ শুরু করতে নিমতিতে যান। কাজে বাধা দেন বাসিন্দারা। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার গিয়ে পরিস্থিতি সামাল দেন। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন “নিমতির কালজানি নদীর পাশে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করতে গেলে বাসিন্দারা বাধা দেয়। বিষয়টি নিয়ে আলোচনায় বসতে গেলে তাঁরা আপত্তি জানায়। তাই কাজ বন্ধ।” মেন্দাবাড়ি পঞ্চায়েত প্রধান অভিজিৎ নার্জিনারি বলেন, “আলোচনা ছাড়া ডাম্পিং গ্রাউন্ড তৈরির সিধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ বাসিন্দারা বাধা দেয়।”
|
ডিলার বরখাস্ত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সামগ্রী বিলিতে অনিয়ম ধরা পড়ায় এক রেশন ডিলারকে সাময়িক বরখাস্ত করল খাদ্য দফতর। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভগবানপুরের ঘটনা। রমজান মাস উপলক্ষ্যে বরাদ্দ বাড়তি চিনি উপভোক্তাদের না দিয়ে ওই ডিলার তা খোলা বাজারে বিক্রি করেছেন বলে খাদ্য দফতর ও প্রশাসনে অভিযোগ জানান এলাকার লোক। শুক্রবার তদন্তে যান খাদ্য দফতরের আধিকারিকরা। সমস্ত নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি শনিবার ডিলারকে সাময়িক বরখাস্ত করা হয়। চাঁচল মহকুমা খাদ্য নিয়ামক হিমাদ্রি শেখর দাস বলেন, “অনিয়ম ধরা পড়ায় ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।” অভিযুক্ত ডিলার মালেক হোসেন বলেন, “আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।”
|
দোকান ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
শাবল, কোদাল নিয়ে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় মহিলারা। শনিবার মালদহের সাহাপুরের বেহুলা কলোনিতে জড়ো হয়েছিলেন অন্তত পাঁচশো মহিলা। বেহুলা কলোনির জয়ন্তী হালদার, আলোচনা সরকার, সনু রজক, ছবি দাসদের অভিযোগ, আগে এলাকায় মাতালের উপদ্রব ছিল না। দেশি মদের দোকান খোলার পরে উপদ্রব বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এলাকার মহিলাদের রাস্তা বের হওয়া মুসকিল। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “কারও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। অভিযোগ থাকলে জেলাশাসক বা পুলিশ সুপারকে জানাতে পারতেন। অভিযোগ পেলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিষ্ক্রিয়তার নালিশ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দশ দিন পরেও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ছেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন রায়গঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়তোষ মুখোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনার ১০ দিন পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করা পরের কথা। ছেলের মৃত্যুর কারণ জানাতে পারেনি। উল্টে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। নিরুপায় হয়ে পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি ও উত্তরবঙ্গের আইজির কাছে নিষ্ক্রিয়তার অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।” রায়গঞ্জ থানার আইসি সমীরকুমার পাল বলেন, “অভিযোগ ঠিক নয়। সিআইডির সাহায্যে ঘটনার তদন্ত চলছে।”
|
বদলির নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুর এলাকার ওয়ার্ড মাস্টারদের বদলির নির্দেশ দেওয়া হল। শনিবার পুর কতৃর্পক্ষ বরোগুলির মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলির কাছে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। পুরসভা সূত্রেই জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় ১৫/২০ বছর ধরে ওয়ার্ড মাস্টাররা একই ওয়ার্ডে কাজ করছেন। সে ক্ষেত্রে ওয়ার্ড মাস্টারদের একাংশের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে সময় মতো কাজে আসেন না। অনেকে অল্প সময় কাজ দেখে চলে যান। এ সব নানা কারণে সম্প্রতি সমস্ত ওয়ার্ড মাস্টারদেরই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
|
জখম ৩ পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাইকের ধাক্কায় জখম হওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয়েছেন ৩ পুলিশকর্মী। শুক্রবার রাতে চোপড়ার সোনাপুরের ঘটনা। পুলিশ জানায়, দিন তিনেক আগে ওই এলাকায় বাইকের ধাক্কায় একজন জখম হন। তা নিয়ে ওই দিন সোনাপুরের বাসিন্দাদের সঙ্গে লাগোয়া বিহারের মণিরামের বাসিন্দাদের গণ্ডগোল হয়। এ দিন ফের দু’পক্ষের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গেলে পাথর লেগে এক অফিসার-সহ ৩ পুলিশকর্মী জখম হন। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “পুরনো বিবাদ থেকে ওই ঘটনা হয়েছে।”
|
বেতন বৃদ্ধির দাবি |
বেতন বৃদ্ধির দাবিতে শনিবার অবস্থান-বিক্ষোভ করলেন ডালখোলা পুরসভার সাফাই কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও বেতন বৃদ্ধি না হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। ডালখোলা পুরসভার চেয়ারম্যান সুভাষ গোস্বামী বলেন, “সাফাই কর্মীদের মাসে ৩০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।” |
|