দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের বিপদ ডেকে এনেছিলেন। সেই সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ও ব্যক্তিগত শত্রুতার জেরেও তাঁর জীবন বিপন্ন হয়ে উঠেছিল। বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে বটানিক্যাল গার্ডেনের কাছে ব্যবসায়ী বাবু বাগচির খুনের তদন্তে নেমে এটাই জানতে পেরেছে পুলিশ। বাবুর দাম্পত্য-জীবনের কিছু অশান্তি নিয়েও পুলিশ খোঁজ-খবর করছে।
বটানিক্যাল গার্ডেন লঞ্চ ঘাটের কাছে গঙ্গার ধারে একটি বিরাট করাতকলের মালিক ছিলেন বাবু। ওই করাতকলের কিছু অংশের দখল নিয়ে এক বন্ধুর সঙ্গে তাঁর রেষারেষি চলছিল বলে তদন্তে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যবসায়ীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, সম্প্রতি করাতকল নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন বাবু। তাঁর আত্মীয়দের সে কথা জানিয়েও ছিলেন। পুলিশ জানতে পেরেছে, তাঁকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছিল। কয়েক জন দুষ্কৃতী কলেজঘাট রোডে বাবুর বাড়িতে চড়াও হয়ে হুমকিও দিয়ে আসে। শিবপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন বাবু। দু’জনকে পুলিশ গ্রেফতার করে। তবু নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই ব্যবসায়ী। |
পুলিশ বাবুর বন্ধু সম্পর্কে তদন্ত শুরু করেছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে সন্তোষ সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে শালিমারের কাছ থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, বাবুর পরিবার যে ১৩ জন দুষ্কৃতীর নামে এফআইআর করে, তাতে সন্তোষের নাম ছিল।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাবুর মোবাইলে একটা ফোন আসে। তার পরই মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরোন তিনি। তদন্তকারীদের ধারণা, খুবই ঘনিষ্ঠ কারও ফোন পেয়েই বাবু বাড়ির বাইরে বেরিয়েছিলেন। দু’বছরের মেয়েকে কোলে নিয়ে বেরোনো থেকে স্পষ্ট, তাঁর উপরে হামলা হতে পারে বলে ঘুণাক্ষরেও আঁচ করেননি বাবু। ওই ফোনের সূত্র ধরেও তদন্তের জট খুলতে পারে বলে আশা করছে পুলিশ।
তবে পুলিশ নিশ্চিত, আততায়ীরা বাবুকে সরিয়ে দিতে রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছিল। দু’টি মোটরবাইকে করে পাঁচ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে খুন করতে এসেছিল। হেলমেটে তাদের মুখ ঢাকা ছিল। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, খুনের পরে আততায়ীরা মোটরবাইক নিয়ে বকুলতলার দিকে পদ্মপুকুর জল প্রকল্পের নির্জন রাস্তায় চলে যায়। সেখানে আরও কয়েক জন সঙ্গীর কাছে মোটরবাইক দু’টি রেখে হেঁটে চিরন্তনী পার্কের কাছে গিয়ে ট্যাক্সি ধরে। মুম্বই রোডের একটি ধাবায় ওই দুষ্কৃতীরা সে-রাতে খাওয়া-দাওয়া করে বলেও পুলিশ জানতে পেরেছে। এর পরে অন্য একটি গাড়ি ভাড়া করে তারা বাগনানের দিকে চলে যায়। |