টুকরো খবর
টাকি কলেজে ঘেরাও
ভর্তি প্রক্রিয়া চলার মধ্যেই এনসিসিতে ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি জারিকে কেন্দ্র করে শনিবার গোলমাল বাধল টাকি কলেজে। কলেজের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকদের দুপুর থেকে রাত সওয়া ৯টা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্র-পরিষদ। ভাঙচুর হয় চেয়ার-টেবিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশও আসে। পুলিশ ও কলেজ সূত্রে খবর, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের এনসিসি-তে এ দিন ভর্তি করিয়ে নেওয়া হবে বলে কলেজের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ব্যারাকপুর থেকে আসা এনসিসি-র অফিসাররা জানান, ৯০ জনকে নেওয়া হবে। কিন্তু এখনও প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় আপত্তি তোলে তৃণমূল ছাত্র পরিষদ। তা নিয়ে তাদের সঙ্গে বচসা এবং হাতাহাতি হয় ছাত্র পরিষদের। কলেজ কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন। এরই প্রতিবাদে ছাত্র পরিষদ ঘেরাও-বিক্ষোভ শুরু করে। রাতে পুলিশের উপস্থিতিতে সব পক্ষকে নিয়ে আলোচনার পরে ঘেরাও ওঠে। কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাপসচন্দ্র সাহা বলেন, “স্নাতক-স্তরে ভর্তি পর্ব শেষ না-হওয়া সত্ত্বেও এনসিসির দায়িত্বে সদ্য যোগ দেওয়া শিক্ষক ভুল করে ওই বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সকলে সুযোগ পাবেন না বলে এনসিসিতে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে।”

স্ত্রীকে খুনে যাবজ্জীবন
স্ত্রীকে খুন করে পুড়িয়ে দেওয়ার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শনিবার বারাসত আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কমল দে অশোকনগরের বাসিন্দা অনিল মণ্ডল নামে ওই ব্যক্তিকে এই সাজা শোনান। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালের ৬ জুন অনিলের স্ত্রী পূর্ণিমা মণ্ডলকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। টাকা আনতে না পারায় তাঁকে খুন করে তালা দিয়ে ঘরে আটকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে অনিলের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের পূর্ণিমাদেবীর বাপেরবাড়ির লোকজন। গ্রেফতার করা হয় অনিলকে।

মহিলার মৃত্যুতে ধৃত স্বামী-সহ ৪
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর হওয়ায় স্বামী-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রূপালি বসু (৩৫)। শনিবার ঘটনাটি ঘটেছে ঘোলা থানার বিলকান্দার শহরপুরে। ২০০৮ সালে নদিয়ার কাটাগঞ্জের বাসিন্দা রূপালিদেবীর সঙ্গে বিয়ে হয় শহরপুরের গৃহশিক্ষক মনোজ বসুর। রূপালিদেবীর বাবা-মায়ের অভিযোগ, শনিবার সকালে কীটনাশক খাওয়ার ফলে রূপালিদেবীর মৃত্যু হয়। তিনি গর্ভবতী ছিলেন। রূপালিদেবীকে খুন করা হয়েছে এই অভিযোগ এনে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৬ দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ ৬ জন দুষ্কৃতীকে ধরল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন মহিলাও রয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে ওই ৬ জনকে ধরা হয়েছে। জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠি জানান, সোনারপুরে ধরা পড়েছে ৩ জন। বাকি ৩ দুষ্কৃতীকে ধরা হয়েছে লেদার কমপ্লেক্স এলাকায়। ধৃতদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি পাইপগান ও ২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। তিনি জানান, ধৃত মহিলা ভাগলপুর থেকে আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে সরাসরি যুক্ত।


পরিচারিকাকে মার, গ্রেফতার দম্পতি
আট বছরের পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে হিন্দমোটরের নন্দনকানন এলাকার এক দম্পতিকে শনিবার গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অজয় দে এবং মাম্পি দে। পাপিয়া চক্রবর্তী নামে ওই পরিচারিকার বাড়ি চুঁচুড়ার দক্ষিণায়ন এলাকায়। মাস দুয়েক ধরে সে হিন্দমোটরের ওই দম্পতির বাড়িতে কাজ করছিল। এ দিন বিকেলে পাপিয়ার মা শিবানীদেবী পুলিশের কাছে মারধরের অভিযোগে করেন। পুলিশ জানায়, পাপিয়ার শরীরে মারধরের চিহ্ন পাওয়া গিয়েছে।


ডুবে মৃত ২ শিশু
খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শনিবার দুপুরে সন্দেশখালি ১ ব্লকের ঢেকনামারি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম সুস্মিতা সর্দার (৫) ও ইন্দ্রজিৎ সর্দার (৪)। ইন্দ্রজিৎ সুস্মিতার খুড়তুতো ভাই।

চোলাই-সহ গ্রেফতার ২
শনিবার সকালে ৭ নম্বর সোনাখালি এলাকায় ভাটিতে অভিযান চালিয়ে চোলাই-সহ দুই মহিলাকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। দু’হাজার লিটার চোলাই এবং প্রায় পাঁচ হাজার লিটারের মতো চোলাই তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্ধ করা হয় ভাটিও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.