কোচ সরাসরি প্রশ্ন তুলছেন, জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়েই। প্রাক্তন জাতীয় অধিনায়ক জানতে চান, অধিনায়কই যে দলের প্রথম এগারোয় ‘অটোমেটিক চয়েস’ নন, তাঁকে অধিনায়ক বানিয়ে দলের কী উপকার হল? এ রকম একজন অধিনায়ক কী ভাবে দলকে উদ্দীপ্ত করবেন? অলিম্পিক হকির গোড়াতেই পদকের লড়াই থেকে ছিটকে পড়ার পর ভারতীয় দল তীব্র সমালোচনার মুখে। অলিম্পিক হকিতে ভারতকে একমাত্র দু’বার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই পারগত সিংহ একহাত নিয়েছেন ভারতীয় দলের ডিফেন্স ও অধিনায়ক ভরত ছেত্রীকে। তাঁর বক্তব্য, প্রথম তিন ম্যাচেই যে দল ১১ গোল হজম করে তার ডিফেন্স যে কতটা পলকা বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক হকিতে এত দুর্বল ডিফেন্স আর কখনও দেখা গেছে কি না সন্দেহ। পারগতের আরও অবার লাগছে, শিলিগুড়ির গোলকিপার ভরতের ভূমিকায়। বিশেষজ্ঞের কলমে পারগত প্রশ্ন তুলেছেন, দলের প্রথম তিনটে ম্যাচেই অর্ধেক সময় যাঁকে কোচ মাঠের বাইরে রেখে দিচ্ছেন, তাঁকে অধিনায়ক নির্বাচিত করার মানে কী? এ রকম অধিনায়ক সতীর্থদের কী ভাবে মোটিভেট করবেন?
ভারতীয় দলের কোচ মাইকেল নবস আরও আত্রমণাত্মক। অস্ট্রেলীয় কোচ সাফ বলেছেন, “যত দিন না জাতীয় দলের প্রতি যে কোনও পরিস্থিতিতে একশো ভাগ দায়বদ্ধতা দেখাবে, এমন প্লেয়ার ভারতীয় টিমে পাওয়া যাবে, তত দিন এই দলের কোনও ভবিষ্যৎ নেই। এ রকমই আরও লজ্জার হার সহ্য করতে হবে ভারতীয় হকি দলকে। অলিম্পিকে বেড়াতে আসার মানসিকতা নিয়ে এলে কেউ কখনও পদক জিতে দেশে ফিরতে পারে না। জয়ীর মানসিকতাই নেই ভারতীয় দলের ছেলেদের মধ্যে। তার ওপর এই দলে বেশ কয়েক প্লেয়ার আছে যারা প্র্যাক্টিসে যা শেখানো হয়, মাঠে গিয়ে সেগুলো প্রয়োগ না করে নিজেদের ইচ্ছে মতো খেলে। কী করে ভাল ফল হবে?” |