উসেইন বোল্ট একশো মিটারে সোনা ধরে রাখার লড়াইয়ে নামার দিনে ইতিহাস গড়লেন অস্কার পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টারই অলিম্পিকের যোগ্যতা অর্জন করা একমাত্র ডাবল অ্যাম্পিউটি। হাঁটুর নীচ থেকে দুটো পা-ই নেই অস্কারের। কার্বন ফাইবারের তৈরি ব্লেড নিয়ে দৌড়ে অলিম্পিকের চারশো মিটারের সেমিফাইনালে চলে গেলেন তিনি। |
৪০০ মিটার হিটে অস্কার। ছবি: এএফপি-র। |
চলতি মরসুমের সেরা সময়, ৪৫.৪৪ সেকেন্ড নিয়ে রেসে দ্বিতীয় হয়েছেন ২৫ বছরের অস্কার। রেস জিতে তিনি বলেছেন, “আজ সকালে প্রচণ্ড নার্ভাস ছিলাম। এখন বুঝতে পারছি না কাঁদব কি না!” তাঁর বয়স এক পেরনোর আগেই জটিল অসুস্থতার জন্য দুটো পা হাঁটুর নীচ থেকে বাদ দিতে হয়। সুস্থ, স্বাভাবিক অ্যাথলিটদের সঙ্গে এক ট্র্যাকে দৌড়নোর জন্য অনেক লড়তে হয়েছিল অস্কারকে। প্রচুর পরীক্ষা-নিরীক্ষার পরে প্রমাণিত হয়, কার্বন ফাইবার ব্লেড তাঁকে বাকিদের চেয়ে বাড়তি সুবিধে দিচ্ছে না। তার পরেই লন্ডন অলিম্পিকে নামার ছাড়পত্র পান অস্কার। ২০০৪ আথেন্স এবং ২০০৮ বেজিংদু’বারই প্যারালিম্পিকসে অংশ নিতে হয়েছিল তাঁকে। |