নবসের ক্ষোভ
সংবাদসংস্থা • লন্ডন |
অলিম্পিক হকির গোড়াতেই পদকের লড়াই থেকে ছিটকে পড়ার পর ভারতীয় দল তীব্র সমালোচনার মুখে। আর বোমাটা ফাটালেন ভারতীয় দলের কোচ মাইকেল নবস। অস্ট্রেলীয় কোচ সাফ বলেছেন, “যত দিন না জাতীয় দলের প্রতি যে কোনও পরিস্থিতিতে একশো ভাগ দায়বদ্ধতা দেখাবে এমন প্লেয়ার ভারতীয় টিমে পাওয়া যাবে, তত দিন এই দলের কোনও ভবিষ্যৎ নেই। এ রকমই আরও লজ্জার হার সহ্য করতে হবে ভারতকে।” সঙ্গে যোগ করেছেন, “অলিম্পিকে বেড়াতে আসার মানসিকতা নিয়ে এলে কেউ পদক জিততে পারে না। জয়ীর মানসিকতাই নেই ভারতীয় ছেলেদের মধ্যে। তার ওপর এই দলে বেশ কয়েক প্লেয়ার আছে যারা প্র্যাক্টিসে যা শেখানো হয়, মাঠে গিয়ে সেগুলো প্রয়োগ না করে নিজেদের ইচ্ছে মতো খেলে। কী করে ভাল ফল হবে?”
|
|
ফাইনালের যোগ্যতা অর্জনের পথে সোনার মেয়ে। পোল
ভল্টার ইয়েলেনা ইসিনবায়েভা। শনিবার। ছবি: এএফপি |
|
লিয়েন্ডারদের দৌড় শেষ
সংবাদসংস্থা • লন্ডন |
টেনিসে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে লিয়েন্ডার পেজ-সানিয়া মির্জা ৫-৭, ৬-৭ (৫-৭) শীর্ষ বাছাই ম্যাক্স মির্নি-আজারেঙ্কার কাছে হেরে গেলেন। এ দিন ডিসকাস ফাইনালে কৃষ্ণা পুনিয়া সাত নম্বরে শেষ করেন। গতকাল মন্দ আলোর কারণে এই ম্যাচ ভারতীয় সময় রাত দুটোয় বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয় সেটে লিয়েন্ডাররা তখন ২-৩ পিছিয়ে ছিলেন। শনিবার ভারতীয় জুটি লড়াই করে সেট টাইব্রেকারে নিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি। অলিম্পিক ঘিরে লি-হেশ ঝগড়ায় ভারতীয় টেনিসের বৃহত্তম সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু তর পরিণতিতে শূন্য হাতে ফিরতে হচ্ছে লিয়েন্ডার-মহেশ-সানিয়া-বোপান্না সকলকেই। ব্যাডমিন্টন আর বক্সিং বাদে শনিবারের লন্ডন ভারতীয় অলিম্পিক দলের কাছে ব্যর্থতার অঙ্গন হয়েই থাকছে রাত এগারোটা পর্যন্ত। অ্যাথলেটিক্সে হারের ছবি। মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেসে সুধা সিংহ হিটে ১৫ জনের মধ্যে ১৩তম স্থান পেয়ে প্রাথমিক পর্বেই ছিটকে যান। রোয়িংয়ে ভারতের চ্যালেঞ্জ শেষ। ডাবল স্কাল্সে সন্দীপ কুমার-মনজিৎ সিংহ শেষতম জুটির এক ধাপ আগে রেস শেষ করে লজ্জার পারফর্ম করলেন। |