|
|
|
|
|
এক ঝলকে... |
পৃথিবী
২৯ জুলাই - ৪ অগস্ট |
|
জেনিভা ওয়াশিংটন সোল ইসলামাবাদ মাহসাহর (ইরান) |
|
• সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জ এবং আরব লিগের দূত হিসেবে নিজের কাজের মেয়াদ আর বাড়াতে চান না, জানিয়ে দিলেন কোফি আন্নান (ছবি)। গত ছ’মাসে তিনি যত রকম ভাবেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তার কোনওটিই শেষ পর্যন্ত সফল হল না। বাশার অল আসাদ-কে বাইরে রেখে সর্বদলীয় সরকার গঠনের শেষ চেষ্টাটিও ব্যর্থ। আন্নান দৃশ্যতই হতাশ। ‘তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন’, এমন এক জনের খোঁজ চলছে, জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন।
• ভারত মহাসাগরের ৪০০ স্কোয়্যার মাইল অঞ্চলের গর্ভস্থ খনির একচেটিয়া অধিকার লাভ করল দক্ষিণ কোরিয়া, এর ফলে ৩০০ মিলিয়নেরও বেশি মূল্যের খনিজ সম্পদ তাদের আওতায় এল।
• পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীরও কি প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো একই ভবিতব্য হতে চলেছে? পাকিস্তানি সুপ্রিম কোর্টের আদেশ, অতি দ্রুত প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা শুরু না করলে কিন্তু প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফকেও সরে যেতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মতোই।
• ইরানের দক্ষিণে মাহসাহর শহরে সে দেশের সবচেয়ে বড় পেট্রোকোমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা। এখনও অবধি অন্তর্ঘাতের অভিযোগ ওঠেনি অবশ্য।
|
• সময়টা কি ভাল যাচ্ছে না খারাপ? মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি ইজরায়েলে গিয়ে চাঁচাছোলা ভাষায় বলে এলেন, ইরানের বিরুদ্ধে এককাট্টা হতে হবে, জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বানাতেই হবে। স্বভাবতই, অপ্রিয় হয়েছেন অনেকের কাছে। তবে এক জন কিন্তু রমনিকেই প্রেসিডেন্ট হিসেবে চান হলিউড তারকা ক্লিন্ট ইস্টউড। |
|
জুবা (দক্ষিণ সুদান) |
মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের কথায় কি আফ্রিকার এই হিংসা-বিধ্বস্ত অঞ্চলটিতে কোনও পরিবর্তন আসা সম্ভব? দক্ষিণ সুদান এবং (উত্তর) সুদানের মধ্যে বিরোধ মিটিয়ে নেওয়ার আর্জি জানালেন তিনি, দক্ষিণ সুদানে সফরে গিয়ে। ২০১১ সালে রক্তাক্ত সংঘর্ষে দুই দেশ রাজনৈতিক ভাবে আলাদা হয়ে গিয়েছে, কিন্তু তাদের অর্থনৈতিক সম্পদের উৎস তৈলখনির তিন-চতুর্থাংশই পেয়েছে দক্ষিণ সুদান, এই নিয়ে দুই দেশের সংঘর্ষ এখনও প্রাত্যহিক। যে কোনও ভাবে বোঝাপড়ায় আসা দরকার, বললেন হিলারি, মৌখিক ভাবে একমত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট মায়ারডিটও (ছবি)। হিলারির আহ্বান শোনার পরই অবশ্য দক্ষিণ সুদান আবার অভিযোগ আনল: উত্তরের নাগরিকরা ক্রমাগত তাঁদের তৈল-অঞ্চলে হানা দিয়ে চলেছে।
|
হাভানা |
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো জানালেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি। যে কোনও বিষয় নিয়েই কথা বলতে পারেন। বললেন, ‘আলোচনার টেবিল সাজানোই আছে, ওরা যে দিনই আলোচনায় বসতে চাইবে, সে দিনই কথা হবে।’ তবে, কথা হবে সমানে-সমানে, কারণ কিউবা ‘কারও উপনিবেশ নয়।’ গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই দুটি দেশের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। ফিদেল কাস্ত্রোর আমলে এমন বার্তা কল্পনার অতীত ছিল। তবে, রাউল ক্ষমতায় আসার পর থেকেই ক্রমে মার্কিন বিদ্বেষের সুর নামিয়ে আনছিলেন। কাজেই, তাঁর সাম্প্রতিকতম বার্তাটি একেবারে আকস্মিক নয়।
|
মহাকাশ |
|
শনিগ্রহের চাঁদ ল্যাপেটস বিষয়ে একটি ধাঁধা মিটছিল না বহু দশক ধরে। ল্যাপেটস-এর বিষুব অঞ্চলে অর্থাৎ মধ্যভাগে স্ফীত অংশটি কেন, কীসের? ছবিতে মনে হয়, ঠিক মাঝে একটি রিং-এর মতো কিছু লেগে আছে কী সেটা? কাসিনি স্পেস মিশনের দৌলতে এত দিনে বোঝা গেল, ওই উপগ্রহটির একটি আশ্চর্য বৈশিষ্ট্য: সর্বক্ষণ সেখানে বরফের ধস নামতে থাকে, অর্থাৎ চলমান বরফের স্রোত। পৃথিবীতে যে তুষারধস দেখি আমরা, তা দুই মাইলের বেশি নড়ে না। ল্যাপেটস-এ (ছবিতে ছোটটি) ত্রিশ মাইল চলে এই ধস, দ্রুতবেগে নামে। “নামে” বলাই ভাল, কেননা পৃথিবীতে যেমন ধস হয় সমান্তরাল তলে, ল্যাপেটস-এ কিন্তু উপরে-নীচে, উত্তর-দক্ষিণে ধসের চলাচল। প্রশ্ন: সৌরজগতে কি আর কোথাও এমন হয়?
|
অক্সফোর্ড |
ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বহু প্রাচীন ‘ড্রেস কোড’ পরিবর্তিত হল। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ‘ফর্মাল’ অনুষ্ঠানে পুরুষদের স্কার্ট-স্টকিংস আর মেয়েদের স্যুট-বো টাই পরায় কোনও সমস্যা নেই। না, ভুল পড়েননি। ড্রেস কোড যাতে লিঙ্গান্তরিত ছাত্রছাত্রীদের প্রতি বৈষম্যমূলক না হয়, সে জন্যই এই নতুন ব্যবস্থা।
|
শেষ পাত |
জর্জ ওয়াশিংটন দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ারও এক বছর আগে দোকানটি খুলেছিল। ১৭৮৮ সালে। দেশের সবচেয়ে পুরোনো দোকান। মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের অ্যাডামসভিল অঞ্চলের এক অকিঞ্চিৎকর গ্রামেই ২২৪ বছর ধরে একটানা চলছিল গ্রেজ স্টোর। ১৮৭৯ সাল থেকে দোকানটির মালিকানা ছিল ওয়েট পরিবারের হাতে। সামান্য কিছু জিনিসই বেচত দোকানটি লজেন্স, সিগার আর কিছু টুকিটাকি। সম্প্রতি মারা গেলেন দোকানের মালিক। তাঁর মেয়ে জানিয়ে দিলেন, আর এই ব্যবসা চালাতে চান না তিনি। ২৯ জুলাই দোকানটি বন্ধ হয়ে গেল। |
|
|
|
|
|