যৎকিঞ্চিৎ...
৯০০ সালে প্যারিসে ভারতের অলিম্পিক অভিযান আরম্ভ হয়। তাহার পর তিনটি অলিম্পিকে ১৯০৪ সালে সেন্ট লুইস, ১৯০৮-এর লন্ডন এবং ১৯১২-র স্টকহল্ম ভারত যোগ দেয় নাই। মোট ২৩টি অলিম্পিকে দল পাঠাইয়া ভারতের পদকসংখ্যা অদ্যাবধি ২২। গড়ে, অলিম্পিক-প্রতি একটি পদকের সামান্য কম। এ দিকে, মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস ২০০০ সালের সিডনি হইতে ২০১২-র লন্ডন চারটি অলিম্পিকে মোট ২১টি পদক জিতিয়াছেন। ভারতের মোট পদকের তুলনায় মাত্র একটি কম। তবে, জীবনের অন্যান্য ক্ষেত্রে ভারতের তুলনা খুঁজিলে মিলিবে। দুনিয়ার প্রথম তিন জন ধনী মানুষের মোট সম্পদের পরিমাণ নাকি আফ্রিকার অনেক দেশের জাতীয় আয়ের তুলনায় বেশি। বালিতে মুখ গুঁজিবার উপায় নাই, পরিসংখ্যান আব্রু বোঝে না। ক্রীড়াদুনিয়ায়, ক্রিকেট নামক ঔপনিবেশিক খেলাটি বাদ রাখিলে, ভারতের অবস্থা ওই আফ্রিকার দেশগুলির ন্যায় আছে, বড় জোর সেই পর্যন্তই। তবে, ভারতের একটি আশাও আছে। মাইকেল ফেল্পস জানাইয়াছেন, এই অলিম্পিকের পর আর নহে। তিনি অবসর লইতেছেন। ফেল্পসকে পিছনে ফেলিবার জন্য ভারতের হাতে অসীম সময় রহিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.