ধুবুরির একটি ত্রাণ শিবিরে বিস্কুটের প্যাকেটে মিলল বোমা। নামনি অসম ও বড়োভূমিতে গত এক সপ্তাহে কিছুটা শান্তির বাতাবরণ ফিরে আসছিল, এই ঘটনা তাতে নতুন করে চিড় ধরাল। গত কাল থেকেই গোসাইগাঁও ও বিজনিতে কিছুটা উত্তেজনা রয়েছে। এক যুবককে গ্রেফতারের প্রতিবাদে গত কাল বিজনি থানা ঘেরাও হয়। গোসাইগাঁওয়ে জনশূন্য গ্রামে লুঠপাঠ চালাতে গিয়ে পুলিশের গুলিতে জখম হয় এক যুবক।
এরই মধ্যে আজ সকালে, ধুবুরির দলসিংঘের-আলগা নিম্নপ্রাথমিক ও মধ্য ইংরাজি স্কুলের ত্রাণ শিবিরে বিস্কুটের প্যাকেট থেকে বোমা বের হয়। জেলার ১৩৯টি ত্রাণ শিবিরে সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়ে। শিবিরটিতে বর্তমানে ৮০০ মানুষ রয়েছেন। সকালে সরকারি ত্রাণের সঙ্গে আসা বিস্কুটের প্যাকেট খুলতেই শরণার্থীরা বোমাটি দেখতে পান। গ্রামরক্ষী বাহিনী দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানায়, বোমায় বারুদ ও পেরেক থাকলেও ডিটোনেটর লাগানো ছিল না।
পুলিশের ধারণা, ত্রাণ শিবিরগুলিতে আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয়েছে। তবে যে কায়দায় বোমাটি শিবিরে পাঠানো হয়েছে, তাতে সরকারি কর্মীদের জড়িত থাকার সম্ভাবনা প্রবল।
ধুবুরি জেলা সমাজ কল্যাণ দফতর ওই ত্রাণ শিবিরে বিস্কুটের প্যাকেট পাঠিয়েছিল। সেই কারণে প্রথমে তাদের দিকেই অভিযোগের আঙুল ওঠে। কিন্তু পরে জানা যায়, প্রশাসন যে বিস্কুটের প্যাকেট পাঠিয়েছিল, সেই কোম্পানির বিস্কুট শিবিরে আদৌ পৌঁছয়নি। অন্য কোম্পানির বিস্কুটের প্যাকেটে বোমা ঢুকিয়ে তা শিবিরে পাঠানো হয়েছিল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। |