মায়ের কেন্দ্র রায়বরেলীর জনতার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করবেন প্রিয়ঙ্কা গাঁধী। শুনবেন তাঁদের কথা। সনিয়া গাঁধীর স্বাস্থ্যের কথা ভেবেই প্রিয়ঙ্কাকে ময়দানে নামাচ্ছে কংগ্রেস। |
রাজনৈতিক দল তৈরির প্রতিবাদে সুরাতে অণ্ণা হজারের পোস্টার পোড়াল ‘বিক্ষুব্ধ’ সমর্থক। তবে শনিবার জেডিইউ প্রধান শরদ যাদব অণ্ণাদের রাজনীতিতে স্বাগত জানান। |
আগামী সপ্তাহে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী মামলা করবেন পি এ সাংমা। তাঁর দাবি, রাষ্ট্রপতি ভোটের সময়ে লাভজনক পদে ছিলেন প্রণববাবু। |
চার দিন ‘নিখোঁজ’ থাকার পর শনিবার মিলল ‘গণধর্ষণের’ শিকার নাবালিকার খোঁজ। মেরঠের পুলিশের দাবি, চার অভিযুক্তের মধ্যে এক জনকে বিয়ে করেছে ওই নাবালিকা। |
মদ খেয়ে গাড়ি চালানো সমাজের একটি ‘ব্যাধি’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া উচিত বলেও জানিয়েছেন বিচারপতিরা। |
ছেলের উপরে অত্যাচার চালানোয় প্রাক্তন সেনা অফিসার ললিত বালহারা ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। ছেলেটি ললিতের প্রথম স্ত্রীর সন্তান। |
সাংসদদের সম্মান বাঁচাতে কমিটি গড়লেন লোকসভার স্পিকার মীরা কুমার। নানা ক্ষেত্রে তাঁদের সঙ্গে প্রোটোকল মেনে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ সাংসদদের। |
এক মাসের বন্যায় সরকারি হিসেবে উত্তর কোরিয়ায় মৃতের সংখ্যা ১৬৯। রাষ্ট্রপুঞ্জের মতে, অন্তত ৬৩ হাজার মানুষ গৃহহীন। বন্যার্তদের সাহায্যে ত্রাণ পাঠাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। |
বেতন বৃদ্ধির দাবিতে কর্নাটকে প্রায় ৪০০০ হাজার সরকারি চিকিৎসক ইস্তফা দিলেন। তবে মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের দাবি শীঘ্রই পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। |
তোলা আদায়ের একটি মামলার বিচারে দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশের আবেদন করল আবু সালেম। তার প্রত্যর্পণ নিয়ে ভারতের আবেদন খারিজ হওয়াতেই সালেমের এই আবেদন। |