টুকরো খবর
পুণের বিস্ফোরণ নিয়ে বৈঠক শিন্দে, চহ্বাণের
পুণের বিস্ফোরণ যতই কম তীব্রতার হোক, ওই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্র। শনিবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। এ দিন শিন্দে পুণে এসে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করেন পুলিশের কর্তাদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনাটিকে আপাত ভাবে যতই ছোট মনে হোক, কেন্দ্র বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না। এই বিস্ফোরণের পিছনে কে বা কারা রয়েছে, কী ভাবে ঘটনাটি ঘটল এ সবই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।” একই দিনে সন্ত্রাসদমন শাখা ও স্থানীয় পুলিশের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। বুধবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণে জঙ্গিদের হাত আছে কি না, সেই নিয়ে এ দিন সরাসরি কোনও মন্তব্য করতে চাননি শিন্দে। বলেছেন, “বিষয়টি স্পর্শকাতর”। তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের যৌথ তদন্ত রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে কিছু বলা সম্ভব। প্রসঙ্গত, যে দিন পুণের চার জায়গায় বিস্ফোরণ হয়, সেই দিনই শহরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। শেষ মুহূর্তে তা বাতিল হয়। তবে শিন্দে জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সফর বাতিলের সম্পর্ক নেই। বিষয়টি নেহাতই কাকতলীয়।

লক আপে যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-অবরোধ ধানবাদে
ধানবাদের গোবিন্দপুর থানার লক-আপে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে কাল রাত থেকে তুমুল উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। থানা লক-আপে ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগে গভীর রাত পর্যন্ত গোবিন্দপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা। পাশাপাশি, ঘটনার সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘ সময় অবরোধ চলে ২ নম্বর জাতীয় সড়কেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তড়িঘড়ি ওই থানার ভারপ্রাপ্ত অফিসার, ঘটনার সময়ের ডিউটি অফিসার এবং লক-আপ পাহারার দায়িত্বে থাকা এক কনস্টেবলকে সাসপেন্ড করে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। আজ বেলা দু’টো নাগাদ ধানবাদের পাটলিপুত্র হাসপাতালে ভিডিও ক্যামেরার সামনে পাঁচ জন চিকিৎসককে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড মৃতদেহের ময়না তদন্তে করেছে।পুলিশ জানিয়েছে, লক-আপে মৃত যুবকের নাম মুন্না আনসারি। সে গোবিন্দপুর থানা এলাকারই বাসিন্দা। সম্প্রতি বিয়ের নামে অসম থেকে এক কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে আসার অভিযোগ ওঠে মুন্নার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। কাল বিকেলে গলায় ছেঁড়া কম্বলের ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় হাজতে। পুলিশের দাবি, মুন্না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও লক-আপে বন্দির আত্মহত্যার দায়ও এড়িয়ে যেতে পারে না সংশ্লিষ্ট থানা। ধানবাদ জেলার পুলিশ সুপার রবিকান্ত ধান বলেন, “ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হচ্ছে। এ নিয়ে বলার কিছু নেই। তদন্তেই সব কিছু জানা যাবে।”

ফের বন্যার কবলে অসম-অরুণাচল
ফের বন্যার কবলে অসমের ৮টি ও অরুণাচলের ৭টি জেলা। ঘরছাড়া বহু মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। অসমের বাক্সা, বরপেটা, ধেমাজি, কামরূপ, লখিমপুর, নলবাড়ি, শিবসাগর ও শোণিতপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। মোট ২,১৪,০৯৬ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। যোরহাটের নেমাতিঘাট, ধুবুরিতে ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে। শিবসাগরে দিখৌ, দেসাং নদী, গোলাঘাটের নুমালিগড়ে ধনসিড়ি নদী ও শোণিতপুরে জিয়াভরালিও বিপদসীমার উপরে রয়েছে। ২২টি ত্রাণ শিবিরে প্রায় ২৯ হাজার গ্রামবাসী আশ্রয় নিয়েছেন। প্রাণহানির কোনও খবর নেই। কাল অরুণাচলের দিবাং ভ্যালি ও আনজাও জেলা আকাশপথে ঘুরে দেখেন অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি। বন্যা কবলিত বিভিন্ন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পূর্ব সিয়াং, রোয়িং-আনিনি রোড ও সুনপুরা-তেজু রোডের দ্রুত মেরামতির জন্য বর্ডার রোড অর্গানাইজেশনের কর্তাদের সঙ্গে কথা বলেন টুকি। ইতিমধ্যে, দিল্লিতেও দরবার করেছেন তিনি। শুখা নালার জল বিপদসীমার উপরে থাকায় তেজু বিমানবন্দর বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যৌথবাহিনীর পথে মিলল ১৩০টি মাইন
চৌকার জঙ্গলপথে মরণফাঁদ। মাইন উদ্ধারে যৌথ বাহিনী।
(ডান দিকে) উদ্ধার হওয়া ল্যান্ড মাইন। পার্থ চক্রবর্তীর তোলা ছবি।
যৌথবাহিনীর যাতায়াতের পথে মরণফাঁদ পেতেছিল মাওবাদীরা। ঝাড়খণ্ডে মাওবাদী প্রভাবিত সরায়কেলা-খরসোঁয়ার চৌকা থানার জঙ্গলে মাত্র তিন-চার ফুটের ব্যবধানে পোঁতা হয়েছিল এক-একটি শক্তিশালী ল্যান্ডমাইন। যৌথবাহিনীর উপরে বড় ধরনের আঘাত হানাই ছিল মূল লক্ষ্য। তবে শেষ পর্যন্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেই জঙ্গি-ছক বানচাল করে দিয়েছে যৌথবাহিনী। রাস্তা খুঁড়ে উদ্ধার করা হয়েছে ১৩০টি মাইন। জেলার পুলিশ সুপার উপেন্দ্র কুমার জানিয়েছেন, হেসাকোচা, পালান-সহ বির্স্তীণ জঙ্গলের পথে আজ দুপুর থেকে ঘণ্টাচারেক ধরে খোঁড়াখুঁড়ি করে উদ্ধার করা হয় মাইনগুলি। সাম্প্রতিক কালে এক সঙ্গে এত সংখ্যক মাইন উদ্ধার হয়নি ঝাড়খণ্ডে। কিছু দিন আগেও চৌকার জঙ্গলে জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর লড়াই হয়েছে। সম্প্রতি চাণ্ডিলে ধরা পড়েছে জঙ্গিদের ঘনিষ্ঠ কয়েক জন অনুচর। জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের জবাব দিতেই জঙ্গলের পথে মাইনের মরণফাঁদ পাতা হয়েছিল বলে মনে করছেন রাজ্য পুলিশের কর্তারা।

ফেনি থেকে ত্রিপুরায় পানীয় জল, সায় ঢাকার
ত্রিপুরায় সেচের প্রয়োজনে ফেনি নদীর জল ব্যবহারে আপত্তি থাকলেও, ‘পানীয় জল’ প্রকল্পে এই নদীর জল ব্যবহারে ‘সম্মতি’ জানিয়েছে প্রতিবেশী বাংলাদেশ। ফেনি নদীর জল তুলে ত্রিপুরার সাব্রুমে একটি ‘পানীয় জলপ্রকল্প’ গড়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে ‘জয়েন্ট রিভার কমিশন’। ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরি জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে ‘রিভার কমিশন’-এর প্রতিনিধিরা সাব্রুম-সহ উভয় দেশের সংলগ্ন এলাকায় সমীক্ষা চালায়। তার পরই তারা সিদ্ধান্ত নেন, ফেনির জল তুলে তা পরিশ্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে। এতে উপকৃত হবেন সাব্রুম ও সংলগ্ন এলাকা। প্রাথমিক ভাবে ফেনি নদীর জল তোলার ক্ষেত্রে বাংলাদেশের ‘আপত্তি’ থাকায়, ত্রিপুরার সাব্রুম শহরে পানীয় জল সম্প্রসারণের প্রকল্পটি থমকে ছিল। এ বার ‘সবুজ সংকেত’ আসায় সাব্রুম পানীয় জলপ্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। আগামী দু’ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে বাদলবাবু আশা প্রকাশ করেন। তিনি জানান, ফেনির জল ব্যবহার করে সাব্রুমে বেশ কয়েকটি সেচ প্রকল্পের কাজ শুরু করা যেত। কিন্তু বাংলাদেশের ‘আপত্তি’ থাকায় সেগুলি আটকে রয়েছে। বিলোনিয়ার কাটামুহুরি নদীর জল ব্যবহার করে আমজাদনগরে একটি জলসেচ প্রকল্পের পরিকল্পনাও বাংলাদেশের আপত্তিতে থমকে রয়েছে।

নৌকা উল্টে নদীতে ১১ ছাত্রী, নিখোঁজ ১
নৌকা উল্টে নদীতে পড়ে গেল ১১ জন ছাত্রী। ১০ জনকে উদ্ধার করা গেলেও, এক জনকে উদ্ধার করা যায়নি। গত কাল অসমের কাছাড় জেলার রুক্মিণী নদীতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বরাকের উপনদী, রুক্মিণী এখন ফুঁসছে। আগের সপ্তাহেই নদীতে ফেরি পারাপারের বিষয়ে জেলা প্রশাসন ব্লক কর্তা ও নৌকা মালিকদের সতর্কও করেছিল। কিন্তু ধুবুরি থেকে কাছাড় সর্বত্রই হুঁশিয়ারি অগ্রাহ্য করে নৌকায় ঠেসে যাত্রী বোঝাই করার ধারা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী-বোঝাই নৌকাটিতে হাওয়াইথাং মিডল স্কুলের বহু ছাত্রী ছিল। ধলাই ব্লকের হারাধনপুরের কাছে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মণীন্দ্র দাস ও লালবাহাদুর নামে দুই কৃষক নদীতে ঝাঁপিয়ে দশ জন ছাত্রীকে উদ্ধার করলেও, ১৪ বছরের চম্পা মালাকারের সন্ধান মেলেনি। সে অষ্টম শ্রেণীর ছাত্রী। যাত্রীদের ক্ষোভ, ঘটনার সাত ঘণ্টা পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এলাকায় পৌঁছয়। এত ক্ষণ পরে ছাত্রীটিকে উদ্ধারের কোনও আশাই ছিল না। ঘটনাটি নিয়ে কাছাড়ের জেলাশাসক এইচ কে দেবমহন্ত ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকেই ঘাটের ঠিকাদার ও দুর্ঘটনাগ্রস্ত নৌকার চালক পলাতক।

১৫ই বিস্ফোরণের হুমকি দিয়ে মেল
স্বাধীনতা দিবসে বিস্ফোরণে কেঁপে উঠতে পারে রাজধানী দিল্লি। এমনই একটি হুমকি মেল পেয়েছেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যসচিব। যার জেরে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্যের গোয়েন্দা দফতরকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত কাল হুমকি মেলটি এসে পৌঁছয় রাজস্থানের মুখ্যসচিব অজয় কাশ্যপ-সহ দিল্লি ও আরও কয়েকটি রাজ্যের মুখ্যসচিবের কাছে। গোয়েন্দাকর্তাদের প্রাথমিক ধারণা, বিহারের এক বাসিন্দাই ওই হুমকি মেলটি পাঠিয়েছে। মেল থেকে ওই ব্যক্তি সম্পর্কে বিশদ তথ্যও পেয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দাকর্তারা। আপাতত প্রেরকের নাম জানার চেষ্টা করছেন তাঁরা।

মাদুরাইয়ে পার্সেল বোমা নিষ্ক্রিয়, আতঙ্ক
পার্সেল বোমা থেকে আতঙ্ক ছড়াল মাদুরাইয়ে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-আম্মার এক প্রাক্তন সদস্য ওমর শুক্রবার রাতে পুলিশকে জানান, একটি ছেলে তাঁর গয়নার দোকানে এসে নিজেকে ক্যুরিয়র সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে ওই পার্সেলটি দিয়ে যায়। পরে ওমর ওই পার্সেলটি খুলে দেখেন, সেখানে টাইমার লাগানো দুটি বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডের সদস্যরা গিয়ে ওই বোমা দুটি নিষ্ক্রিয় করেন। প্রসঙ্গত, শনিবারই মাদুরাইয়ে আসার কথা ছিল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও কয়েক দিন আগেই সেই সফরটি বাতিল হয়।

মেঘালয়ে আরও তিন জেলা গঠন
এক সপ্তাহের মধ্যে তিনটি নতুন জেলা তৈরি হল মেঘালয়ে। উত্তর গারো হিল ও পূর্ব জয়ন্তিয়া হিলের পরে গত কাল তৈরি হল দক্ষিণ-পশ্চিম খাসি হিল। মাওকিওয়াটকে সদর করে গত কাল এই জেলার উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। নতুন জেলার আয়তন ১৩৪১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৯৮,৫৮৩ জন। জেলায় থাকছে দুটি বিধানসভা কেন্দ্র, ২১৬টি গ্রাম ও দুটি মহকুমা। এই নিয়ে ১০টি জেলা হল মেঘালয়ে। এই মাসেই আমপাতিকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিম গারো হিল জেলারও উদ্বোধন হতে চলেছে।

উদ্ধার তিনটি দেহ
রাঁচির অরমাঞ্জি থানার পন্ড্রাটোলি থেকে কাল রাতে তিন যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ তিনটি পড়ে ছিল কাছাকাছি। তাদের গায়ে ক্ষতচিহ্ন রয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এটা খুনের ঘটনা নয়। বজ্রাঘাতেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.