রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সিরিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাবে ভোট দিল না ভারত-সহ ৩১টি দেশ।
আজ এই প্রস্তাব আনে সৌদি আরব। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ এবং সিরিয়ার উপর নানান বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। সিরিয়াকে সব ধরনের রাসায়নিক এবং জৈব অস্ত্রের সম্ভার ধ্বংস করার কথাও বলা হয়েছে। সাধারণ সভার ১৯৩ সদস্যের মধ্যে ১৩৩টি দেশ এই প্রস্তাবের পক্ষে আজ ভোট দিয়েছে।
এই নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট না দেওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপুঞ্জের ভারতীয় দূত হরদীপ সিংহ পুরী বলেন, আসাদকে সরাসরি পদত্যাগ করতে বলা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলিকে সিরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথাও বলা হয়েছে। এর আগেও জুলাই মাসে যখন সৌদি আরব সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে তখনও তাতে এই কথা উল্লেখ করা হয়েছিল। এ বারের প্রস্তাবে এই শর্তগুলি বাদ না দেওয়ার জন্যই ভোট দেয়নি ভারত।
আন্তর্জাতিক মহল যখন সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোড়িত, তখনও লাগামছাড়া হিংসায় বিপর্যস্ত সিরিয়াবাসী। আলেপ্পো শহরে চলছে অবিরাম গোলাবর্ষণ। দামাস্কাস-সহ নানা শহরে শনিবারও সেনা এবং বিরোধীদের গোলাগুলিতে নিহত হয়েছেন মোট ১৯ জন। আলাপ আলোচনার মাধ্যমে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান। এই কাজের জন্য তাঁকে রাষ্ট্রপুঞ্জ ও আরব লিগের যৌথ দূত হিসেবে নিয়োগ করা হয়। আজ সেই পদ থেকে ইস্তফা দেন কোফি আন্নান।
ইরানের সরকারি সংবাদমাধ্যম এ দিন দাবি করেছে, ৪৮ জন পুণ্যার্থীকে অপহরণ করা হয়েছে।
দামাস্কাসের ধর্মীয় সৌধ জায়নাবে গিয়েছিলেন তারা। বিমানবন্দরে যাওয়ার পথে বাস থেকে নামিয়ে তাদের অপহরণ করে সশস্ত্র ‘জঙ্গি’রা। এ পর আর তাদের কোনও খোঁজ মেলেনি। |