অফিস ছেড়ে কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি চলে যান। নজর নেই কর্তৃপক্ষর। এই অভিযোগ-সহ এলাকার উন্নয়নের কাজে গতি আনার দাবিতে রঘুনাথপুর ১ ব্লকের বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। শুক্রবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ চলে। পরে তাঁরা স্মারকলিপিও দেন। এ দিন সকাল ১১টা নাগাদ তৃণমূলের শতাধিক কর্মী-সমর্থক বিডিওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তৃণমূলের ব্লক নেতা প্রদীপ মাজির অভিযোগ, “রাজ্য সরকার কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মীদের নির্দিষ্ট সময় পর্যন্ত দফতরে থাকার নির্দেশ দিলেও এই ব্লকের কর্মীরা দুপুরের পরেই অফিস ছেড়ে চলে যান। ফলে দুপুরের পরে কাজ নিয়ে আসা লোকজন হয়রান হয়ে ফিরে যাচ্ছেন।” তৃণমূলের আরও অভিযোগ, রাজ্য সরকার উন্নয়নের কর্মসূচি ঘোষনা করলেও রঘুনাথপুর ১ ব্লকে সেই কর্মসূচি রূপায়িত হচ্ছে না। বিশেষ করে ১০০ দিনের কাজে এই ব্লক এলাকার পঞ্চায়েতগুলির কাজের সাফল্য নেই। সমস্যা রয়েছে রাস্তাঘাট নির্মাণ, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা নিয়ে। রঘুনাথপুর ১ বিডিও সুনীতিকুমার গুছাইত অবশ্য কর্মীদের নির্দিষ্ট সময়ের আগে দফতর ছাড়ার অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “কিছু ক্ষেত্রে কিছু কর্মী নির্দিষ্ট কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আগে যেতে পারেন। কিন্তু এই ঘটনা সার্বিক চিত্র নয়। কর্মীরা নির্দিষ্ট সময় পর্যন্তই দফতরে থাকেন।” উন্নয়নের কাজ নিয়ে তৃণমূলের অভিযোগ ঠিক নয় বলে পাল্টা দাবি করেছেন তিনি। |